/indian-express-bangla/media/media_files/2025/10/15/uttarkashi-earthquake-2025-10-15-08-30-17.jpg)
ফের ভূমিকম্প
ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্র ছিল ৬.৭। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাটির প্রায় ৭০ কিলোমিটার (৪৩.৫ মাইল) গভীরে।
USGS জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আবেপুরা শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। আবেপুরার জনসংখ্যা প্রায় ৬২,০০০। তবে ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।
আরও পড়ুন- সর্বকালীন রেকর্ড গড়ল সোনার দাম, দিপাবলীতেই ১.৫০ লাখ পার?
বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশ। রিখটার স্কেলে ৬.৭! USGS তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎসস্থল ছিল মাটি থেকে প্রায় ৭০ কিলোমিটার গভীরে এবং আবেপুরা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। যদিও এখন পর্যন্ত কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
উল্লেখ্য, এর মাত্র এক দিন আগেই ফিলিপিন্সে দক্ষিণ উপকূলে ৭.৪ মাত্রার একটি ভূমিকম্পে অন্তত সাতজনের মৃত্যুর খবর সামনে আসে। ওই সময় ফিলিপিন্স ও ইন্দোনেশিয়ার কিছু উপকূলীয় অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, যা পরে প্রত্যাহার করা হয়।
আরও পড়ুন- দুরন্ত অ্যাকশন ইডির, সকাল থেকেই কলকাতা সহ একাধিক স্থানে হানা, নিশানায় কোন হেভিওয়েট?