Gold and Sliver Price Today: সর্বকালীন রেকর্ড গড়ল সোনার দাম, দিপাবলীতেই ১.৫০ লাখ পার?

দীপাবলি যতই এগিয়ে আসছে ততই বাড়ছে সোনা ও রূপার দাম। উৎসবের মরশুমে সোনার আকাশছোঁয়া দামে হতাশ ক্রেতারা। প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে সোনা ও রূপা।

দীপাবলি যতই এগিয়ে আসছে ততই বাড়ছে সোনা ও রূপার দাম। উৎসবের মরশুমে সোনার আকাশছোঁয়া দামে হতাশ ক্রেতারা। প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে সোনা ও রূপা।

author-image
IE Bangla Web Desk
New Update
difference between 22 and 24 karat gold

সর্বকালীন রেকর্ড গড়ল সোনার দাম, দিপাবলীতেই ১.৫০ লাখ পার?

দীপাবলি যতই এগিয়ে আসছে ততই বাড়ছে সোনা ও রূপার দাম। উৎসবের মরশুমে সোনার আকাশছোঁয়া দামে হতাশ ক্রেতারা।   প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে সোনা ও রূপা। বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ সোনার দাম প্রতি ১০ গ্রামে ৭৭৩ টাকা বেড়ে যায়। একই সময়ে রূপার দামও প্রতি কেজিতে ১,৭১৪ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে রূপা প্রতি কেজি ১,৭১৪০টাকায় লেনদেন হচ্ছে।

Advertisment

আরও পড়ুন- বিশ্বাস-আবেগ যেখানে মিলেমিশে একাকার, খালি হাতে ফেরেন না ভক্তরা, জানুন নৈহাটির বড় মার পুজোর নির্ঘন্ট

আজকের বাজারে সোনার দাম আরও বৃদ্ধি পেয়েছে। সকাল ৯টা ৩১ মিনিটে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১,২৭,৯৮৩টাকা যা আগের দিনের তুলনায় ৭৭৩ টাকা বেশি। এদিন সোনার সর্বনিম্ন দাম ছিল ১,২৭,৬০৪ টাকা এবং সর্বোচ্চ দাম ছিল ১,২৮,৩৯৫ টাকা প্রতি ১০ গ্রাম।

Advertisment

বিশেষজ্ঞদের মতে, দীপাবলির আগে সোনার গহনা কেনার প্রবণতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ডলারের দামের ওঠানামা এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা এই মূল্যবৃদ্ধির মূল কারণ। তাঁদের মতে, উৎসবের মরশুম জুড়ে সোনা ও রূপার দামের এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকতে পারে।

রূপার ক্ষেত্রেও দেখা যাচ্ছে  একই চিত্র। সকাল ৯টা ৩৩ মিনিটে এমসিএক্সে প্রতি কেজি রূপার দাম ছিল ১,৬৩,৯২০টাকা। যা আগের তুলনায় ১,৭১৪ টাকা বেশি। এদিন রূপার সর্বনিম্ন দাম ছিল ১,৬৩,০৩২টাকা  এবং সর্বোচ্চ ১,৬৪,১৫০ টাকা প্রতি কেজি।

আরও পড়ুন- 'হিন্দু বিরোধী মহুয়া', তালিবান ইস্যুতে প্রশ্ন তোলায় শুভেন্দুর আগুনে আক্রমণের মুখে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ

দেশের বিভিন্ন শহরে সোনার দামের মধ্যে সামান্য পার্থক্য দেখা গেছে। আজ রায়পুরে সবচেয়ে সস্তা সোনা বিক্রি হচ্ছে — এখানে প্রতি ১০ গ্রামে সোনার দাম ১,২৮,০১০ টাকা। অন্যদিকে, সবচেয়ে দামি সোনা মিলছে ভোপাল ও ইন্দোরে, যেখানে প্রতি ১০ গ্রাম সোনার দাম ১,২৮,২১০ টাকা।

রূপার ক্ষেত্রেও একই প্রবণতা। পাটনায় রূপার দাম সবচেয়ে কম, যেখানে প্রতি কেজি রূপা ১,৬৪,২১০ টাকায় বিক্রি হচ্ছে। ভোপাল ও ইন্দোরে রূপার দাম সর্বোচ্চ ১,৬৪,৬৫০ প্রতি কেজি বিক্রি হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, দীপাবলির আগে বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে সোনা ও রূপার চাহিদা আরও বাড়বে, যার ফলে আরও কিছুটা বাড়তে পারে সোনা রূপার দর।  

আজ বৃহস্পতিবার দেশের বিভিন্ন শহরে সোনার দামে সামান্য ওঠানামা লক্ষ্য করা গেছে। চেন্নাই, কোয়েম্বাটুর ও মাদুরাইয়ে আজ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১২,৯৩৯ টাকা ২২ ক্যারেট ১১,৮৮১ টাকা  এবং ১৮ ক্যারেট ৯,৮০১ টাকা। মুম্বই,  কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কেরল, পুণে ও নাগপুরে আজ ২৪ ক্যারেট সোনা প্রতি গ্রাম ১২,৯৪৫ টাকা, ২২ ক্যারেট সোনার দাম১১,৮৮৬ টাকা এবং ১৮ ক্যারেট ৯,৭০৯ টাকা দামে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন- ফের সপ্তাহান্তে বৃষ্টি?বাংলায় জাঁকিয়ে শীত কবে? রইল আবহাওয়ার বিরাট আপডেট

দিল্লি, জয়পুর ও লখনউতে আজ ২৪ ক্যারেট সোনা প্রতি গ্রামের দাম ১২৯৬০ টাকা, ২২ ক্যারেট ১১, ৮৮১ টাকা  এবং ১৮ ক্যারেট ৯,৭২৪টাকা। অন্যদিকে ভাদোদারা, আহমেদাবাদ ও পাটনায় ২৪ ক্যারেট সোনার দাম ১২,৯৫০টাকা, ২২ ক্যারেট সোনার দাম ১১,৮৭১ টাকা এবং ১৮ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ৯,৭১৪ টাকা।

সার্বিকভাবে দেশের অধিকাংশ শহরে আজ ২৪ ক্যারেট সোনার গড় দাম প্রতি গ্রাম ১২, ৯৪০ থেকে ১২,৯৬০ টাকার ঘোরাফেরা করছে, আর ২২ ক্যারেট সোনার দাম ১১,৮৭০ থেকে ১১,৮৯০ টাকার মধ্যে স্থির রয়েছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার মূল্যের ওঠানামা এবং ডলারের বিনিময় হার এর উপর প্রভাব ফেলছে দেশের সোনার দামে।

Gold Price Today Gold Prices