/indian-express-bangla/media/media_files/2025/03/06/gWEvIWHfSFi8qfXLW3Ro.jpg)
Bratya Basu: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
WB primary teacher jobs 2025: দুর্গাপুজো মিটলেই প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। শুক্রবার এমনই তথ্য জানিয়েছেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।
পুজো মিটলেই এবার ১৩ হাজার ৪২১টি প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার শূন্যপদে চাকরির ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই ১৩,৪২১টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সব প্রাথমিক টেট উত্তীর্ণরাই এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।
রাজ্যে শিক্ষা ক্ষেত্রে নিয়োগে বেনজির দুর্নীতির ছবি সামনে এসেছে গত কয়েক বছরে। শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে এখনও জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যদিও গতকালই নিয়োগ দুর্নীতির সব মামলায় জামিন পেয়ে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন- Kolkata Metro:কলকাতা মেট্রোয় নিয়ম বদলাতেই অভাবনীয় সাড়া! একগুচ্ছ সুবিধায় আপ্লুত যাত্রীরা
তবে এখনও কিছু আইনি প্রক্রিয়া বাকি থাকায় আশু জেল মুক্তি ঘটছে না তৃণমূলের প্রাক্তন মহাসচিবের। তবে শুধু পার্থ চট্টোপাধ্যায়ই নন, নিয়োগ দুর্নীতিতে যুক্ত হয়ে সাজা ভোগ করছেন শিক্ষা দপ্তরের প্রাক্তন একাধিক কর্তা।
ঠিক এই আবহে এবার রাজ্যে প্রাথমিক শিক্ষকের চাকরিতে হাজার হাজার শূন্যপদে নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রাথমিকে টেট উত্তীর্ণদের কাছে নিঃসন্দেহে এই খবর দারুণ স্বস্তির।