Recruitment:দুর্গাপুজোর পরেই বিরাট নিয়োগ! হাজার-হাজার শূন্যপদে চাকরির বড় ঘোষণা

West Bengal primary teacher recruitment: দুর্গাপুজো মিটলেই রাজ্যে বড়সড় নিয়োগের ঘোষণা করে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

West Bengal primary teacher recruitment: দুর্গাপুজো মিটলেই রাজ্যে বড়সড় নিয়োগের ঘোষণা করে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

author-image
IE Bangla Web Desk
New Update
Police files molestation assault case against Bratya Basu Omprakash Mishra and others on Jadavpur Row: যাদবপুর কাণ্ডে ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্রদের বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধরের মামলা রুজু

Bratya Basu: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

WB primary teacher jobs 2025: দুর্গাপুজো মিটলেই প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। শুক্রবার এমনই তথ্য জানিয়েছেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।

Advertisment

পুজো মিটলেই এবার ১৩ হাজার ৪২১টি প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার শূন্যপদে চাকরির ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই ১৩,৪২১টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সব প্রাথমিক টেট উত্তীর্ণরাই এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন- West Bengal News Live Updates: মর্মান্তিক! দুর্গা ঠাকুর আনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় পরপর মৃত্যু! আর্তনাদ, হাসপাতালে হাহাকার

Advertisment

রাজ্যে শিক্ষা ক্ষেত্রে নিয়োগে বেনজির দুর্নীতির ছবি সামনে এসেছে গত কয়েক বছরে। শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে এখনও জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যদিও গতকালই নিয়োগ দুর্নীতির সব মামলায় জামিন পেয়ে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন- Kolkata Metro:কলকাতা মেট্রোয় নিয়ম বদলাতেই অভাবনীয় সাড়া! একগুচ্ছ সুবিধায় আপ্লুত যাত্রীরা

তবে এখনও কিছু আইনি প্রক্রিয়া বাকি থাকায় আশু জেল মুক্তি ঘটছে না তৃণমূলের প্রাক্তন মহাসচিবের। তবে শুধু পার্থ চট্টোপাধ্যায়ই নন, নিয়োগ দুর্নীতিতে যুক্ত হয়ে সাজা ভোগ করছেন শিক্ষা দপ্তরের প্রাক্তন একাধিক কর্তা।

আরও পড়ুন-Kolkata Weather Report:পুজোর বাঁধভাঙা উচ্ছ্বাসে জল ঢালতে তৈরি অসুররূপী বৃষ্টি? পঞ্চমী to দশমী, জানুন টাটকা ওয়েদার আপডেট!

ঠিক এই আবহে এবার রাজ্যে প্রাথমিক শিক্ষকের চাকরিতে হাজার হাজার শূন্যপদে নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রাথমিকে টেট উত্তীর্ণদের কাছে নিঃসন্দেহে এই খবর দারুণ স্বস্তির।

bratya basu Durga Puja 2025 Primary Teacher Recruitment