/indian-express-bangla/media/media_files/2025/06/22/iran-warns-of-us-after-air-strikes-its-nuclear-sites-2025-06-22-11-19-20.jpg)
ইরানে হামলার পর ইজরায়েলজুড়ে সাইরেন, আঘাত হানে ইরান
Iran-Israel War: ইরানে মার্কিন হামলার পাল্টা প্রতিক্রিয়া, ইজরায়েলে ভয়াবহ ইরানি ক্ষেপণাস্ত্র হানা; যুদ্ধের আশঙ্কায় কাপছে কাঁপছে মধ্যপ্রাচ্য
রবিবার ভোরে মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের তিনটি পারমাণবিক ঘাঁটি লক্ষ্য করে ভয়াবহ এয়ারস্ট্রাইক চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইজরায়েলের উপর একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ইরানের হুঁশিয়ারি ‘এর পরিণাম দীর্ঘস্থায়ী হবে’
ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন,“ইরান তার সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে অঙ্গিকারবদ্ধ।”
মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি: ‘এখনও সময় আছে শান্তির’
শনিবার ভোর রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ফোরডো, নাতানজ ও ইসফাহান—এই তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে সফল বিমান হামলা চালানো হয়েছে। তিনি বলেন,এরপর শান্তি না ফিরলে ভবিষ্যতের হামলা হবে আরও ভয়াবহ। এখনো সময় আছে শান্তির।”
কী বোমা ব্যবহার করেছিল আমেরিকা?
হামলায় ব্যবহার করা হয় B-2 স্টিলথ বোমারু বিমান, যা বহন করছিল GBU-57 Massive Ordnance Penetrator—একটি শক্তিশালী ‘বাঙ্কার বাস্টার’ বোমা। এটি মাটির প্রায় ২০০ ফুট নিচে বিস্ফোরণ ঘটাতে সক্ষম।
ইরানে হামলার পর ইজরায়েলজুড়ে সাইরেন, আঘাত হানে ইরান
রবিবার ভোরে ইজরায়েলের বিভিন্ন অংশে বিমান হানার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। মধ্য ও উত্তর ইজরায়েলের ইরানি ক্ষেপণাস্ত্র হামলা আঘাত হানে, জানিয়েছে ইজরায়েলি রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম। হামলায় “কমপক্ষে ১১ জন আহত হয়েছেন"।