Naushad-Mamata Meeting: সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন শুভেন্দু ঘনিষ্ঠ বিধায়ক তাপসী মণ্ডল। আর এদিন বিকেলেই মুখ্যমন্ত্রীর সঙ্গে ২৫ মিনিটের বেশি সময় ধরে বৈঠক করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তবে কী তিনি আসন্ন বিধান সভা নির্বাচনের আগেই শাসক শিবিরে যোগ দিতে চলেছেন? এই নিয়ে শুরু হয় জোর জল্পনা। সেই জল্পনা নিজেই উড়িয়ে দিয়েছেন ISF বিধায়ক।
জানা গিয়েছে, নিজের বিধায়ক তহবিলের টাকা তিনি ভাঙড়ের উন্নয়নে খরচ করতে পারছেন না ISF বিধায়ক। প্রশাসনের একাংশের বিরুদ্ধেই এই নিয়ে ক্ষোভ উগড়ে দেন তিনি। বিধানসভাতেও এনিয়ে জিরো আওয়ারে প্রশ্ন তোলে নওশাদ। যদিও কোন সদুত্তর না পেয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন তিনি। নওশাদের প্রশ্ন বিরোধী বিধায়করা যদি এলাকা উন্নয়ন তহবিল খরচই করতে না পারেন তাহলে রাজ্যের উন্নয়ন কীভাবে সম্ভব? জানা গিয়েছে মুখ্যমন্ত্রী তাঁকে সব বিষয় খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
ভাঙরের আইএসএফ বিধায়কের সঙ্গে মমতার বৈঠকের প্রসঙ্গে 'সেটিং তত্ত্বকে' সামনে এনে তোপ দাগেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, 'কলকাতায় একমাত্র সেফ সিট মেটিয়াবুরুজ। আগেরবার নওশাদ সিদ্দিকি সেটিং করে ডায়মন্ড হারবার থেকে পালিয়েছিলেন বলে ওই আসনটা জিতেছিলেন। নওশাদ দাঁড়িয়ে পড়লে মেটিয়াবুরুজ আসনও হাতছাড়া হবে। তাই নওশাদকে ডেকেছিলেন', মমতাকে নিশানা শুভেন্দুর।