ISF student protest: রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ইউনিয়ন নির্বাচন ফের চালুর দাবিতে ফের সরব হল আইএসএফ-এর ছাত্র শাখা 'স্টুডেন্টস ফ্রন্ট' পশ্চিমবঙ্গ। সংগঠনের তরফে অভিযোগ , দীর্ঘদিন ধরে রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র নির্বাচন বন্ধ রয়েছে। এর ফলে ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে। এই ইস্যুকে কেন্দ্র করে সংগঠনের তরফে আজ বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়। যাকে কেন্দ্র করে রীতিমত রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয়। সংগঠনের দাবি, অবিলম্বে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছ, গণতান্ত্রিক ও নিয়মমাফিক ছাত্র ইউনিয়ন নির্বাচন শুরু করতে হবে।
'আপনার লেকচার শুনব না, মামলা ছাড়ছি, অন্য বেঞ্চে যান', কল্যাণে বিরক্ত বিচারপতির
শিক্ষার হাল ফেরানোর দাবিতে স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বিকাশ ভবন অভিযানকে ঘিরে ধুন্ধুমার। করুণাময়ী থেকে বিকাশভবন পর্যন্ত পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি। আটক করা হয়েছে স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির একাধিক সদস্যকে। এদিনের মিছিল থেকে রাজ্যের সকল শূণ্যপদে স্বচ্ছ শিক্ষক নিয়োগ, ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি ক্যম্পাসের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার সুনিশ্চিত করা দাবিও জানানো হয়।
'রাজনৈতিকভাবে মমতা, অভিষেককে হারাতে না পেরে বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কেন্দ্রের', সোচ্চার ঋতব্রত
আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ ভাবে মিছিলের আয়োজনের সময় পুলিশ তাদের বাধা দেয়। আটক করা হয় স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির একাধিক সদস্যকে। যাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। শুক্রবার দুপুরে স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফ থেকে বেহাল শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়। সেই মত করুণাময়ী মোড়ে আন্দোলনকারীরা জড়ো হন। সেখান থেকেই মিছিল করে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বিধান নগর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী তাদের আটক করতে গেলে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। টেনে হিচড়ে পুলিশ তাদের আটক করে।