Kalyan Banerjee: 'আপনার লেকচার শুনব না, মামলা ছাড়ছি, অন্য বেঞ্চে যান', কল্যাণে বিরক্ত বিচারপতির

Calcutta High Court: ধৃত পুলিশকর্মীদের হয়ে জামিনের সওয়াল করেছিলেন বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তখনই তাঁর কয়েকটি মন্তব্যে বেজায় চটে যান হাইকোর্টের বিচারপতি।

Calcutta High Court: ধৃত পুলিশকর্মীদের হয়ে জামিনের সওয়াল করেছিলেন বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তখনই তাঁর কয়েকটি মন্তব্যে বেজায় চটে যান হাইকোর্টের বিচারপতি।

author-image
IE Bangla Web Desk
New Update
Subhra Ghosh judge Calcutta High Court Kalyan Banerjee July 2025  ,Justice Suvra Ghosh annoyed Kalyan Banerjee HC remarks,  Calcutta High Court bench reaction to Kalyan Banerjee comment,  Kalyan Banerjee contempt hearing judge Suvra Ghosh remark,শুভ্রা ঘোষ হাইকোর্ট বিচারপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় রিঅ্যাকশন,  কলকাতা হাইকোর্ট শুভ্রা ঘোষ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য,  বিচারপতি ঘোষ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচার নিষেধাজ্ঞা মন্তব্য ২৫ জুলাই,  কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর হাইকোর্ট অবহেলা শুভ্রা ঘোষ

Kalyan Banerjee: তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কলকাতার কাঁকুড়গাছিতে BJP কর্মী অভিজিৎ সরকার খুনে পুলিশকর্মীদের জামিনের মামলার শুনানিতে যারপরনাই বিরক্তি প্রকাশ কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের। পুলিশকর্মীদের জামিন মামলার সওয়ালকারী আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর বিরক্ত বিচারপতি। এই মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানান বিচারপতি।

Advertisment

একুশের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী সংঘর্ষের বলি হন কলকাতার কাঁকুড়গাছি এলাকার বিজেপি কর্মী অভিজিৎ সরকার। তাঁর বাড়িতে ঢুকে বেপরোয়াভাবে হামলা চালায় দুষ্কৃতীরা। সেই ঘটনায় কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত এসি শুভজিৎ সেন এবং তার সহযোগী সুজাতা দে, সেই সময়ের এসআই রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে গ্রেফতার করে  সিবিআই।

তাদেরই মধ্যে দু'জনের হয়ে জামিনের সওয়াল করেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন কল্যান বন্দ্যোপাধ্যায় তাঁর মক্কেলদের জামিনের আবেদন জানালে আদালত তা খারিজ করে দেয়। 

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Update: প্রবল বৃষ্টিতে বিরাট বিপর্যয় কলকাতায়, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দুটি বাড়ির একাংশ

তারপরেই বিচারপতির উদ্দেশ্যে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের বিচারপতিদের কৃপার দিকে তাকিয়ে থাকতে হয়, এটাই দুর্ভাগ্য।"

আরও পড়ুন- Kolkata heavy rain:লাগাতার বৃষ্টিতে দুর্ভোগের চেনা-ছবি কলকাতায়, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা

বর্ষীয়ান আইনজীবীর এই মন্তব্যের পরেই বিচারপতি শুভ্রা ঘোষ বলে ওঠেন, "আদালত সম্পর্কে অনেকক্ষণ ধরে নানা মন্তব্য করছেন। ধৈর্য্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আপনার লেকচার আদালত শুনবে না। আমি মামলা ছেড়ে দিচ্ছি, অন্য বেঞ্চে যান।"

Calcutta High Court Murder Kalyan Banerjee