ফের একবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ তৃণমূলের রাজ্যসভার সংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও'ব্রায়েনের তোলা প্রশ্নের উত্তর ইস্যুকে ঢাল করে মোদী সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দেখেছেন তৃণমূলের এই শ্রমিক নেতা।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, "রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও'ব্রায়েনের প্রশ্নের যে উত্তর এসেছে তা দেখে আমরা হতবাক। প্রশ্ন জাগছে বাংলা কি ভারতবর্ষের বাইরে? পশ্চিমবহ্গ কি ভারতবর্ষের মধ্যে নয়? রাজ্যের যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকায় পশ্চিমবঙ্গের নামই নেই। বাংলাকে ব্রাত্য করে দেওয়া, বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোদী যে কেন্দ্রীয় সরকারের মনোভাব, এই যে আক্রোশ...মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে আপনি পরাজিত করতে পারছেন না বলে বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।"
তাঁর কথায়, "বাংলার হকের টাকা আটকে রেখেছে, প্রতিটি ডাবল ইঞ্জিনের রাজ্যে বাঙালিদের উপর আক্রমণ চলছে। এখন সংসদে প্রশ্নের উত্তর, সেখানে সব রাজ্যের নাম রয়েছে পশ্চিমবঙ্গের নামটা বাদ দিয়ে দিয়েছে। এইভাবে বাংলাকে ব্রাত্য করতে পারবেন না। ক্ষমতার জোরে বাংলার নাম ব্রাত্য করতে পারেন, কিন্তু সামনের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ আপনাদের ব্রাত্য করে দেবে।"
আরও পড়ুন- West Bengal News Live Update: প্রবল বৃষ্টিতে বিরাট বিপর্যয় কলকাতায়, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দুটি বাড়ির একাংশ
আরও পড়ুন- Kolkata heavy rain:লাগাতার বৃষ্টিতে দুর্ভোগের চেনা-ছবি কলকাতায়, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা
বিষয়টি নিয়ে এক্স পোস্টে তৃণমূলের তরফেও লেখা হয়েছে, "রাজ্যসভায় আমাদের সংসদীয় দলের নেতা শ্রী @derekobrienmp-এর রাজ্যভিত্তিক MGNREGA বকেয়া পাওনার তথ্য চেয়ে করা এক প্রশ্নের জবাবে, কেন্দ্রীয় মন্ত্রী @ChouhanShivraj বাংলার নাম উল্লেখ না করেই সিদ্ধান্ত নেন। কেন্দ্রীয় সরকারের রেকর্ড থেকে বাংলার নাম মুছে ফেলা হচ্ছে। প্রথমে তারা বাংলার ন্যায্য প্রাপ্য আটকে রেখেছিল। তারপর, তারা BJP শাসিত রাজ্যগুলিতে নির্বিচারে গ্রেপ্তার এবং অবৈধভাবে নির্বাসনের মাধ্যমে বাঙালিদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে শুরু করেছিল। এখন তারা মানচিত্র থেকে বাংলাকে পুরোপুরি মুছে ফেলছে। এটি এমন একটি সরকারের ইচ্ছাকৃত, রাজনৈতিক প্রতিহিংসা, যারা বাংলায় প্রত্যাখ্যান মেনে নিতে পারে না, যে সরকার ভিন্নভাবে ভোট দেওয়ার সাহস করার জন্য ১০ কোটি মানুষকে অপমান করতে বদ্ধপরিকর।"