West Bengal Weather Update: পারদ পতনের মাঝেই কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা, ফের কবে জাঁকিয়ে ঠান্ডা কলকাতায়?

WB Weather Forecast, 8 December 2024: পারদ পতনের মাঝেই কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঠান্ডার আমেজ থাকলেও বেশ কিছুটা তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

WB Weather Forecast, 8 December 2024: পারদ পতনের মাঝেই কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঠান্ডার আমেজ থাকলেও বেশ কিছুটা তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata weather update: আজ কেমন থাকবে আবহাওয়া

পারদ পতনের মাঝেই কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা, ফের কবে জাঁকিয়ে ঠান্ডা কলকাতায়?

 
West Bengal Weather Update: পারদ পতনের মাঝেই কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঠান্ডার আমেজ থাকলেও বেশ কিছুটা তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে সপ্তাহের মাঝামাঝি থেকে পারদ পতনের সম্ভাবনা কলকাতায়। একই সঙ্গে দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস। 

Advertisment

শহর কলকাতায় রবিবার সকাল থেকে রোদ  ঝলমলে আকাশ।  হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী দু'দিন কলকাতা তাপমাত্রা কিছুটা বাড়বে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও সামান্য তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিস। 

উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার আমেজ। দার্জিলিঙে (Darjeeling) তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তুষারপাত হতে পারে দার্জিলিংয়ের সান্দাকফু, (Sandakphu) টুমলিঙে। তবে এরই মধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং ছাড়াও বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়।

Advertisment

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে এবং উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এর ফলে রবিবার থেকে পশ্চিমবঙ্গের উত্তরের থেকে দক্ষিণে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আজ উত্তরের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দার্জিলিঙে তুষারপাতও হতে পারে। তবে দক্ষিণবঙ্গের কোনো জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। অন্য দিকে, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে। ফলে রবিবার থেকে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। বুধবারের পর রাজ্যে ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ৮ জেলায়। রবিবার উত্তরের কয়েক জেলায় হতে পারে বৃষ্টি। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল এবং উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হয়েছে, যার ফলে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। নিম্নচাপের কারণে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কালিম্পং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Bengal Weather Bengal Weather Forecast