Advertisment

Bangla Awas Yojana: আবাস তালিকায় দোতলা বাড়িমালিকের নাম, বেজায় চটে বঞ্চিত উপভোক্তারা যা করলেন...

Bangla Awas Yojana 2024: ফের বাংলা আবাস যোজনায় প্রকৃত উপভোক্তাদের বঞ্চনার অভিযোগ। এলাকার অনেক বিত্তশালী মানুষজনের নাম আবাস তালিকায় রয়েছে বলে অভিযোগ প্রকৃত উপভোক্তাদের।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Bangla Awas Yojana 2024: বাংলা আবাস যোজনা

Bangla Awas Yojana 2024: ফের প্রকৃত উপভোক্তাদের বঞ্চনা করার অভিযোগ।

Bangla Awas Yojana: প্রকৃত উপভোক্তার বদলে সরকারি আবাস যোজনার তালিকার জ্বলজ্বল করছে পাকা দোতলা বাড়িতে বসবাসকারী ব্যক্তিদের নাম। আর তা নিয়েই পূর্ব বর্ধমানের কালনা ১ ব্লকের বিডিও-র কাছে গিয়ে ক্ষোভ উগরে দিলেন নান্দাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কয়েকটি গ্রামের বাসিন্দারা। আবাসের এমন অস্বচ্ছ তালিকা তৈরির নিয়ে তাঁরা অঙ্গনওয়াড়ি সহায়িকা ও পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে বিডিও-র কাছে লিখিত অভিযোগও জানান। আবাসের ঘর পাওয়ার যোগ্য প্রকৃত উপভোক্তার নাম তালিকায় নথিভুক্ত করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন কালনার নতুন গ্রাম, ঘুঘুডাঙা, আশ্রমপাড়ার ক্ষুব্ধ বাসিন্দারা । 

Advertisment

আবাসের তালিকা হাতে নিয়ে কালনা ১ ব্লকের  বিডিওর কাছে গিয়েছিলেন নান্দাই পঞ্চায়েত এলাকার বাসিন্দা মকবুল শেখ। তিনি বিডিও-কে জানান, ২০২২ সালে সরকারি আবাস যোজনার ঘর প্রাপকদের যে তালিকা প্রকাশ হয়েছিল তাতে অনেক গরিব মানুষের নাম ছিল। কিন্তু বর্তমান তালিকায় সেই গরিব মানুষদের মধ্যে কারও নাম নেই। প্রায় ৩০ জন গরিব মানুষের নাম আবাসের তালিকা থেকে কেটে বাদ দেওয়া হয়েছে বলে অবিযোগ তাঁর।

যাঁদের নাম বাদ দেওয়া হয়েছে তাঁদের কেউ টিন দিয়ে ঘেরা বাড়ি আবার কেউ পাটকাঠি দিয়ে ঘেরা বাড়িতে এখনও বসবাস করছেন বলে তাঁর দাবি। মকবুল শেখের আরও অভিযোগ, এই সব গরিব মানুষের নাম তালিকা থেকে বাদ দিয়ে দোতলা মার্বেল বসানো  বাড়ির মালিকদের নাম আবাস তালিকায় ঢোকানো হয়েছে।

আরও পড়ুন- West Bengal News Live: বার্ষিক ব্যবস্থায় চলতি বছরেই শেষ উচ্চ মাধ্যমিক, প্র্যাকটিকালের দিনক্ষণ প্রকাশ সংসদের

এলাকার বধূ সেরিনা বিবি, আনহারা বিবি, রাবলা বিবিরা জানান, আগে আবাসের তালিকায় তাঁদের পরিবারের নাম ছিল। তখন ছবি তুলে তথ্যও নিয়ে যায়। এখন তাঁর জানতে পারছেন, বর্তমান  তালিকায় তাঁদের নাম কেটে বাদ দিয়ে দেওয়া  হয়েছে। সরকার আবাস যোজনার ঘর পেতে বিডিও-কে আবেদন জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন- Jaynagarer Moa: নভেম্বর শেষ হতে চললেও জমাটি শীত অধরা! ঘোর চিন্তায় মোয়া ব্যবসায়ীরা

কালনা ১ ব্লকের বিডিও সুপ্রতীক সাহা বলেন, "ঊর্ধ্বতন কর্তৃপক্ষের  নির্দেশ আছে, আবাস তালিকায় যাদের নাম নেই তাঁরা যদি নিজেদের যোগ্য মনে করে তবে তারা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে অভিযোগ জানাতে পারে। যে নির্দেশ আসবে, তার ভিত্তিতে তদন্ত করে দেখা হবে। ২০২২ সালে ২০১৮ সালের মূল তালিকা ধরে  সার্ভে হয় । সেই সার্ভেতে পাকা বাড়ি থাকা অনেকের নাম বাদ যায়। তবে এবার যাঁরা আমার কাছে এসেছিলেন তাঁদের নাম কী কারণে বাদ গেছে তা বোঝা যাচ্ছে না। বিষয়টি গুরুত্ব সহকারে দেখব।"

Purba Bardhaman Kalna Bangla Awas Yojana
Advertisment