Latest West Bengal News Live Updates: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের সাসপেন্ডেড ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে দিন কয়েক আগেই তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে একহাত নিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কল্যাণকেই তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেতা মদন মিত্র। "ফালতু ভাট বকে। ভেবেচিন্তে বল কাকে বলছিস। কথা ঠিকঠাক বল।", শ্রীরামপুরের বর্ষীয়ান তৃণমূল সাংসদকে এভাবেই আক্রমণ আর এক বর্ষীয়ান তৃণমূল নেতা মদন মিত্রের। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে জোরদার চর্চা ছড়িয়েছে। শাসকদলের এক সিনিয়র বিধায়কের দলেরই এক সিনিয়র সাংসদের প্রতি এমন বেনজির আক্রমণে জলঘোলা হচ্ছে।
রাজ্যজুড়ে শীতের আমেজ বাড়ছে। শহর থেকে জেলা ঠাণ্ডার অনুভূতি প্রায় সর্বত্র। তবে আপাতত আগামী দিন চার-পাঁচেক সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিংয়ের পাশাপাশি দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দিয়েছে যাওয়া অফিস। সেই সঙ্গে কুয়াশা দেখা যাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও।
অন্যদিকে ঝুলেই রইল পার্থ চট্টোপাধ্যায়-সহ পাঁচ জনের জামিন আবেদনের রায়দান। দুর্গাপুজোর আগেই এদের জামিনের আবেদন মামলার শুনানি শেষ হয়েছিল। গতকাল ছিল কায়দান। তবে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ভিন্ন মত থাকার কারণে SSC নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তি প্রসাদ সিনহাদের জামিনের আবেদন মামলার রায়দান হয়নি। মামলা এখন কলকাতা হাইকোর্টের তৃতীয় বিচারপতির বেঞ্চে যাবে।
-
Nov 21, 2024 12:39 ISTWest Bengal News Live: পার্থ-বান্ধবী অর্পিতাকে 'মুক্তি' দিল আদালত
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া অর্পিতা মুখোপাধ্যায়ের প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করল আদালত। অর্পিতা মুখোপাধ্যায়ের মায়ের মৃত্যুর কারণে বিশেষ আদালত বৃহস্পতিবার তাকে পাঁচদিনের জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছে। অর্থাৎ পুরোপুরি জেলমুক্তি ঘটেনি অর্পিতার। পাঁচ দিন পর আবারও জিলে ফিরতে হবে তাঁকে। ২০২২ সালে ২৩ জুলাই গ্রেপ্তার হয়েছিলেন তৎকালীন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়।
-
Nov 21, 2024 11:19 ISTWest Bengal News Live: চায়ের দোকানে বইয়ের 'বাগান'
চায়ের দোকানে যে বইয়ের বাগান গড়ে উঠবে সেই ভাবনা ভাবিয়েছে মহিষাদলের যুবক সুদীপ জানাকে। নিজের উদ্যোগেই সুদীপ গড়ে তুলেছেন আস্ত একটি চায়ের দোকান। কিন্তু সেই চায়ের দোকানে ঢুকলে সেটি আদৌ চায়ের দোকান নাকি বইয়ের বাগান সেই ভাবনায় বুঁদ হবেন আপনিও। মহিষাদলের তেরপেখ্যা গ্রামের তরুণ যুবক সুদীপ। একসময় বেসরকারি কোম্পানিতে মোটা মাইনের চাকরি করতেন তিনি। কিন্তু মনোমালিন্য হওয়ায় চাকরি ছেড়ে চায়ের দোকান করার সিদ্ধান্ত নেন সুদীপ। তবে চায়ের দোকানে অভিনব কিছু করার চিন্তা মাথায় আসে তাঁর।
বিস্তারিত পড়ুন- Unique Ideas: চায়ের দোকানে বইয়ের 'বাগান', যুবকের অভিনব কীর্তির দুরন্ত প্রশংসা!
-
Nov 21, 2024 10:58 ISTWest Bengal News Live:কলকাতা পুলিশে বিরাট রদবদল!
কলকাতা পুলিশে বড়সড় রদবদল। সম্প্রতি কসবায় তৃণমূল কাউন্সিলরকে গুলি-কাণ্ডের পর থেকেই শহর কলকাতার আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। সেই ঘটনার পরপরই এবার কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হলো মুরলীধর শর্মাকে। কলকাতা পুলিশের নতুন অতিরিক্ত পুলিশ কমিশনারের পদে আনা হল প্রবীণ কুমারকে। মুরলীধর শর্মাকে পাঠানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাকাডেমিতে।
-
Nov 21, 2024 10:43 ISTWest Bengal News Live:সম্পত্তি হাতানোয় অভিযুক্ত প্রতিবেশী
স্বামী বা স্ত্রী কেউ মারা যাননি। সুস্থ শরীর নিয়ে তাঁরা দিব্যি সংসার জীবন কাটাচ্ছেন। অথচ ভূমি দফতরের রেকর্ডে মৃত বনে গিয়েছেন দম্পতি। শুধু মৃত বানিয়ে দেওয়াই নয়। দম্পতিকে মৃত দেখিয়ে তাঁদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে গুনধর প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর জাহান্নগর গ্রামে। সম্পত্তি ফিরে পেতে নাদনঘাট থানা এবং ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের দ্বারস্থ হয়েছেন দম্পতি।
জীবিতকে মৃত দেখানো ভুয়ো নথিপত্র দিয়ে জাল দলিল বানিয়েই এই জালিয়াতি হয়েছে বলে দাবি করেছেন দম্পতি।বিস্তারিত পড়ুন- Purbasthali News: জীবিত দম্পতিকে 'মৃত' দেখিয়ে জাল দলিল, সম্পত্তি হাতানোয় অভিযুক্ত প্রতিবেশী
-
Nov 21, 2024 10:10 ISTWest Bengal News Live: CBSE-র দশম-দ্বাদশের পরীক্ষার রুটিন প্রকাশ
প্রকাশিত হয়েছে ২০২৫ সালের CBSE-র দশম-দ্বাদশের পরীক্ষার রুটিন। আগামী বছরে একইদিনে শুরু দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। দশম শ্রেণির পরীক্ষা চলবে আগামী বছরের ১৮ মার্চ পর্যন্ত। দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলবে আগামী বছরের ৪ এপ্রিল পর্যন্ত।
-
Nov 21, 2024 10:05 ISTWest Bengal News Live: ট্রেনের কামরায় দেহ
গতকাল হাওড়া স্টেশনে কাটিহার এক্সপ্রেসের একটি কামরা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। গতকাল হাওড়া স্টেশনে ট্রেনে ঢুকলে ওই ব্যক্তির মৃতদেহ নজরে আসে। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে আরপিএফ ও জিআরপি।
-
Nov 21, 2024 09:50 ISTWest Bengal News Live: আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল আদানি গোষ্ঠীর। ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে সরকারি আধিকারিকদের বিপুল পরিমাণ টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে গৌতম আদানির বিরুদ্ধে। শুধু গৌতম আদানিই নন, তাঁর ভাইপো সাগর আদানির বিরুদ্ধেও সরকারি আধিকারিকদের ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রেফতারি পরানো জারি করেছে আমেরিকার প্রশাসন।
বিস্তারিত পড়ুন- Gautam Adani: সৌরবিদ্যুৎ প্রকল্প পেতে ২২০০ কোটিরও বেশি ঘুষের প্রস্তাব, গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
-
Nov 21, 2024 08:37 ISTWest Bengal News Live: নামছে পারদ, পুরুলিয়া ১২ ডিগ্রি
মেঘমুক্ত আকাশে নামছে পারদ। শহর থেকে জেলা সর্বত্র শীতের আমেজ। পশ্চিমের জেলা পুরুলিয়ার তাপমাত্রা নেমে গেছে ১২ ডিগ্রির ঘরে। শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি। শহর কলকাতার তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে নেমেছে। আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।
বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update: রাজ্যজুড়ে ঠান্ডার আমেজ, নতুন সপ্তাহের গোড়া থেকেই হাড়কাঁপানো শীত?