Jagdeep Dhankhar: ইস্তফা দিলেন ভারতের উপরাষ্ট্রপতি ধনখড়, পদত্যাগ নিয়ে তুঙ্গে জল্পনা

Jagdeep Dhankhar resigns: ইস্তফা দিলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এই বিষয়ে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি চিঠিও পাঠিয়েছেন।

Jagdeep Dhankhar resigns: ইস্তফা দিলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এই বিষয়ে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি চিঠিও পাঠিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Jagdeep Dhankhar, Vice President resigns, health reason, Article 67(a), President Droupadi Murmu, Narendra Modi, India politics, Dhankhar resignation letter

ইস্তফা দিলেন ভারতের উপরাষ্ট্রপতি ধনখড়

Jagdeep Dhankhar resigns: ইস্তফা দিলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এই বিষয়ে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি চিঠিও পাঠিয়েছেন। কিন্তু কেন তড়িঘড়ি উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন তিনি সে বিষয়ে শুরু হয়েছে বিস্তর চর্চা।

Advertisment

পদত্যাগ করলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। জানা গিয়েছে শারীরিক অসুস্থতার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো একটি চিঠিতে ধনখড় লিখেছেন, "চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এবং নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে আমি ভারতীয় সংবিধানের ৬৭(ক) অনুচ্ছেদের আওতায় উপরাষ্ট্রপতির পদ থেকে অবিলম্বে ইস্তফা দিচ্ছি।"

'২৬-এর বৈতরণী পেরোনোতেও হাতিয়ার সেই 'লক্ষ্মীর ভাণ্ডার'! একুশের মঞ্চে ঘুরিয়ে সেটাই বোঝালেন মমতা?

Advertisment

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো চিঠিতে তিনি আরও লিখেছেন, "আমার উপরাষ্ট্রপতি মেয়াদকালে আমাদের মধ্যে যে মনোরম ও চমৎকার কর্মসম্পর্ক ছিল, তার জন্য আমি দেশের রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং সমর্থন আমার কাছে অমূল্য ছিল। উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে অনেক কিছু শিখেছি।"

তাঁর এই আকস্মিক পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হলেও, ধনখড় স্পষ্ট করে দিয়েছেন— শুধুমাত্র শারীরিক কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

publive-imagepublive-image

উল্লেখ্য উপরাষ্ট্রপতি হওয়ার আগে, জগদীপ ধনখড় ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। তিনি ১৯৯০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত চন্দ্রশেখর সরকারের সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। এর আগে, তিনি ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন। ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি রাজস্থান বিধানসভার সদস্য ছিলেন।

২৬-এ মমতাকে 'প্রাক্তন' করার 'আগুনে হুঙ্কার', ২১ জুলাই বাংলা কাঁপানো হুঁশিয়ারি শুভেন্দুর

Jagdeep Dhankhar