/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/Baishakhi-Sovan.jpg)
গোলপার্কের ফ্ল্যাটে ঘটা করে পালন হল জামাই ষষ্ঠী।
জমিয়ে ভুরিভোজে জামাইষষ্ঠী পালন বৈশাখী-শোভনের। বিশেষ দিনে বিশেষ ভূমিকায় দেখা গেল শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। গোলপার্কের ফ্ল্যাটে ঘটা করে পালন হল জামাই ষষ্ঠী। সাধারণত শাশুড়িরা জামাই বরণ করেন। বৈশাখী বলেছেন, এই দায়িত্ব তাঁর মায়ের হলেও মায়ের কথা মতো তিনিই আজ সব আয়োজন করেছেন। নিজের ফেসবুকে সেই ছবিও শেয়ার করেছেন বৈশাখী।
জানা গিয়েছে, বৈশাখীর মা খুব অসুস্থ। তাই জামাই বরণে থাকতে পারেননি। তাই নিজেই কোমর বেঁধে সব আয়োজন সারেন বৈশাখী। নিজেই শোভনের শাশুড়ির ভূমিকাও পালন করেছেন বৈশাখী। মেয়ে মহুলকেও ষষ্ঠীর পুজোর প্রসাদ খাইয়ে মঙ্গল কামনা করেছেন বৈশাখী। ফেসবুকে বৈশাখী লিখেছেন, মায়ের কাছে জামাইয়ের থেকেও শোভন নিজের ছেলের মতো।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/Baishakhi-Sovan-3.jpg)
উল্লেখ্য, গত বছর দুর্গাপুজোয় দশমীর দিন মা দুর্গার সামনে বৈশাখীর সিঁথি সিঁদুরে রাঙিয়ে দেন শোভন। সব জল্পনার অবসান করে জানিয়ে দেন, তাঁরা বিবাহিতের মতোই। তবে সরকারি ভাবে বিবাহিত কি না সেটা এখনও তাঁরা স্পষ্ট করেননি। এদিন কিন্তু শাশুড়ি না থাকলেও জামাই আদরে কোনও কার্পণ্য করেননি বৈশাখী। শোভনকে পাত পেড়ে খাইয়েছেন লোভনীয় সব পদ। ছিল অনেক ধরনের মিষ্টান্ন।
আরও পড়ুন পরিবেশ দিবসেই জামাই ষষ্ঠী পালন, জামাইকে গাছের চারা উপহার দিল শ্বশুরবাড়ি
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/Baishakhi-Sovan-2.jpg)
আরও পড়ুন সূর্যর প্রথম জামাইষষ্ঠী জমজমাট, মিষ্টির হাঁড়ি নিয়ে নাচতে নাচতে চলল শ্বশুরবাড়ি
রুপোর গ্লাসে মিষ্টি-জল সাজিয়ে শোভনকে খাওয়ান তিনি। তার পর মা ষষ্ঠীর আশীর্বাদ শোভনের মাথায় ঠেকিয়ে মঙ্গল কামনা করেন। শোভনকে উপহারও দিয়েছেন বৈশাখী। তবে সেটা কী খোলসা করেনন বৈশাখী।