TMCP:কলকাতার নামজাদা কলেজের ক্লাসরুমে দুই ছাত্রীর সঙ্গে ওটা কী করছেন TMCP নেতা? ভিডিও ভাইরাল

TMCP leader-misbehavior viral video: খাস কলকাতা শহরের আরও এক কলেজের এই ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি আরও একবার তুলোধনা করেছে তৃণমূলকে।

TMCP leader-misbehavior viral video: খাস কলকাতা শহরের আরও এক কলেজের এই ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি আরও একবার তুলোধনা করেছে তৃণমূলকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Jogesh Chandra Chaudhuri Law College viral video misconduct,  TMC Student Wing leader misbehavior law college video,  JCC Law College TMC student harassment video,যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ ভিডিও  ,তৃণমূল ছাত্র পরিষদ নেতার বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে আপত্তিকর আচরণ অভিযোগ,  JCC Law College ছাত্র সংসদ ভাইরাল ভিডিও,Bjp,বিজেপি,মনোজিৎ মিশ্র,Manojit Mishra

Viral Video: বিজেপির পোস্ট করা ভিডিও থেকে নেওয়া ছবি।

কসবার ল' কলেজের ভিতরে আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনা এখনও রীতিমতো চর্চায় রয়েছে। গণধর্ষণে প্রধান অভিযুক্ত TMCP ছাত্রনেতা মনোজিৎ মিশ্র ওই কলেজেরই প্রাক্তনী ও ঘটনার পরের বেশ কয়েকদিন পর্যন্ত ওই কলেজেরই অস্থায়ী কর্মী ছিলেন। এবার খাস কলকাতা শহরের আরও এক আইন কলেজের একটি ভিডিও প্রকাশ্যে এনেছে BJP। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সেই ভিডিও-য় দেখা যাচ্ছে কলেজের একটি ক্লাসরুমে তৃণমূল ছাত্র পরিষদের নেতা তন্ময় দে দুই ছাত্রীর সঙ্গে আপত্তিকর আচরণ করছেন। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।

Advertisment

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে বিজেপির অভিযোগ, "যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের ভেতরে, টিএমসিপি সদস্য তন্ময় দে মহিলা শিক্ষার্থীদের প্রতি আপত্তিকর আচরণে লিপ্ত হচ্ছেন। তার ক্ষমতার উৎস হলেন সাব্বির আলী, একজন প্রাক্তন কলেজ ছাত্র। যিনি ক্যাম্পাসে যথেষ্ট প্রভাব বিস্তার করে চলেছেন। তাদের দুজনকেই প্রায়শই টিএমসির বিভিন্ন অনুষ্ঠানে একসাথে দেখা যায়। এই ধরণের টিএমসি নেতাদের কারণেই আজ পশ্চিমবঙ্গের মহিলারা এত সুরক্ষাহীন বোধ করেন, এমনকী কলেজ ক্যাম্পাসেও, যেখানে টিএমসি ভয় এবং ভীতির পরিবেশ তৈরি করেছে।"

উল্লেখ্য কসবার ল' কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার পরপরই রাজ্যজুড়ে একাধিক কলেজের তৃণমূলের একাংশের ছাত্র নেতাদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনতে শুরু করে বিজেপি। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর কলেজের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই ভিডিওটিতেও দেখা গিয়েছে সোনারপুর কলেজের ইউনিয়ন রুমে বসে তৃণমূলেরই এক ছাত্রনেতা এক তরুণীকে দিয়ে মাথা টেপাচ্ছেন। সেই ঘটনায় রীতিমতো বিতর্ক তৈরি হয়। 

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live updates: আরজি করে চিকিৎসক খুন-ধর্ষণ মামলায় নয়া মোড়, হাইকোর্টের দ্বারস্থ সঞ্জয় রায়

ওই তৃণমূল ছাত্রনেতা আবার সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রের ঘনিষ্ঠ বলে জানা যায়। বিরোধীরা সোনারপুর কলেজের সেই ঘটনা নিয়েও রীতিমতো সোচ্চার হয়েছে। এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও এক ভিডিও ভাইরাল। কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ক্লাস রুমে তৃণমূলের ছাত্রনেতার 'কুকীর্তি'র ভিডিও প্রকাশ্যে এনেছে BJP।

আরও পড়ুন- weekend getaway:দিন দুয়েকের ছুটিতেই বাজিমাত! বর্ষায় কলকাতার কাছের এপ্রান্তের তাকলাগানো শোভার প্রেমে পড়ে যাবেন

bjp Viral Video TMCP