/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/jadavpur-university.jpg)
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা জারি।
JU students demand registration of hit and run case against Bratya Basu: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা জারি। গতকাল রাতভর ধরনা চালিয়ে গিয়েছেন পড়ুয়ারা। গত শনিবারের ঘটনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে 'হিট অ্যান্ড রান'-এর মামলা দায়েরের দাবি তুলেছেন পড়ুয়ারা। গোটা ঘটনায় ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি উঠেছে। বুধবার বিকেল চারটের মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে হবে উপচার্যকে, এমনই দাবি আনদোলনকারী পড়ুয়াদের।
গত শনিবার ওয়েবক্যুপার সাধারণ সভাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। চূড়ান্ত বিক্ষোভ চলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে ধরে। বিক্ষোপ সামাল দিয়ে কোনও মতে বিশ্ববিদ্যালয় থেকে বের হতে গেলে ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় ইন্দ্রানুজ রায় নামে এক ছাত্র গুরুতর জখম হয়েছেন। আন্দোলনরত পড়ুয়াদের অভিযোগ, সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবেই ইন্দ্রানুজের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে হিট অ্যান্ড রান মামলা দায়ের করার দাবি তুলেছেন তারা।
যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইতিমধ্যেই আহত ছাত্রের বাবার সঙ্গে ফোনে কথা বলেছেন। গোটা ঘটনায় তিনি নিজে এবং তার স্ত্রী মর্মাহত বলেও জানিয়েছেন ব্রাত্য। এমনকি আহত ছাত্রের পরিবারের তরফে বিষয়টিকে দুর্ঘটনা বলে দাবি করা হয়েছে। এরপরেও যাদবপুরের আন্দোলনকারী পড়ুয়ারা ব্রাত্য বসুর বিরুদ্ধে এমন করা পদক্ষেপের দাবিতে ধরনা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
গতকাল রাতভর ধরনা চলেছে বিশ্ববিদ্যালয় চত্বরে। আন্দোলনকারীদের দাবি আজ অর্থাৎ বুধবার বিকেল চারটের মধ্যে ক্যাম্পাসে এসে উপাচার্য ভাস্কর গুপ্তকে নিঃস্বার্থভাবে ক্ষমা চাইতে হবে তাদের কাছে।। সেই সঙ্গে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি কমিটি গঠনের দাবি তুলেছেন তারা। যাদবপুরের ঘটনায় গ্রেপ্তার হওয়া এবং এফ আই আর-এ নাম থাকা সব পড়ুয়াদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার দাবি রয়েছে তাদের। সব মিলিয়ে যাদবপুরের পরিস্থিতি এখনও রীতিমতো থমথমে।
আরও পড়ুন- Shootout: সাতসকালে রোমহর্ষক শুটআউট! বাংলাদেশ সীমান্তের কাছে গুলিতে ঝাঁঝরা যুবক