দলের নতুন রাজ্য সভাপতিকে বরণ করে নিতে তৈরি সুকান্ত মজুমদার,শুভেন্দু অধিকারীরা। আজ ৩ জুলাই কলকাতার সায়েন্স সিটিতে বর্ণাঢ্য অনুষ্ঠানে বরণ করে নেওয়া হবে BJP-র নতুন রাজ্য সভাপতিকে। এদিন সায়েন্স সিটিতে অনুষ্ঠান মঞ্চ সাজিয়ে তোলার কাজ খতিয়ে দেখে এসেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। বুধবারই রাজ্য সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শমীক ভট্টাচার্য।
আজই বিজেপি রাজ্য সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যের নাম ঘোষণা করে দিতে পারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলের রাজ্য সভাপতি পদে শমীক ভট্টাচার্য ছাড়া বিজেপির তরফে আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। সুতরাং তাঁর নামেই সিলমোহর পড়াটা সময়ের অপেক্ষা মাত্র। আগামীকাল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে তরফে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গে বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে দলেরই রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের নাম ঘোষণা হতে চলেছে।
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। '২৬-এর ভোটের আগে সুবক্তা হিসেবে পরিচিত দীর্ঘদিন দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা শমীক ভট্টাচার্যের হাতেই দলের ব্যাটন তুলে দিতে চলেছেন মোদী, শাহ,নাড্ডারা।
আরও পড়ুন- sexually assaults:হাঁটুর বয়সী ছাত্রকে শারীরিক সম্পর্কে বাধ্য করানোর অভিযোগ, শহরের নামজাদা স্কুলের শিক্ষিকা গ্রেফতার
আরও পড়ুন- Shamik Bhattacharya: সুকান্তর পর বঙ্গ BJP-র ব্যাটন হাতে নিচ্ছেন শমীকই, চূড়ান্ত ঘোষণা সময়ের অপেক্ষা
মনোনয়নপত্র জমা দেওয়ার আগে শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন, দল দায়িত্ব দিলে সেই দায়িত্ব পালনে তিনি তৈরি আছেন। দলে পুরোনো এবং নতুনদের ঐক্যবদ্ধ করে সঙ্ঘবদ্ধ লড়াইয়ের বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য।