Shamik Bhattacharya: সুকান্তর পর বঙ্গ BJP-র ব্যাটন হাতে নিচ্ছেন শমীকই, চূড়ান্ত ঘোষণা সময়ের অপেক্ষা

Shamik nomination as state BJP chief: সবকিছু ঠিকঠাক চললে শমীক ভট্টাচার্যই হতে চলেছেন বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি। ইতিমধ্যেই দলের কেন্দ্রীয় নেতৃত্বের ফোনও পেয়েছেন শমীক, এমনই গুঞ্জন জোরালো হয়েছে।

Shamik nomination as state BJP chief: সবকিছু ঠিকঠাক চললে শমীক ভট্টাচার্যই হতে চলেছেন বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি। ইতিমধ্যেই দলের কেন্দ্রীয় নেতৃত্বের ফোনও পেয়েছেন শমীক, এমনই গুঞ্জন জোরালো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Shamik Bhattacharya BJP state president  ,Bengal BJP leadership change,  Shamik nomination as state BJP chief,  BJP central leadership calls Shamik  ,"Shamik era" in Bengal BJP,শমীক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি,  বাংলা বিজেপি নেতৃত্ব পরিবর্তন,  রাজ্য বিজেপি সভাপতির মনোনয়ন শমীক,  দিল্লি থেকে ফোন শমীককে মনোনয়ন নির্দেশ,  শমীক যুগ শুরু বঙ্গ বিজেপিতে

Shamik Bhattacharya: শমীক ভট্টাচার্য।

রাজ্য BJP-এর নতুন সভাপতি হচ্ছেন শমীক ভট্টাচার্য, এখনও পর্যন্ত গেরুয়া দলের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এই ঘোষণা না হলেও বিষয়টি অনেকাংশে স্পষ্ট হয়েছে। বুধবার দুপুরে সল্টলেকের বিজেপির দফতরে পরবর্তী দলের রাজ্য সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শমীক ভট্টাচার্য। তাঁর মনোনয়নপত্র জমা-পর্বে ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বনশাল থেকে শুরু করে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা।

Advertisment

বুধবার সল্টলেকের দলীয়ে কার্যালয়ে বিজেপি রাজ্য সভাপতি নির্বাচনের প্রক্রিয়া পুরোদমে চলছে। এখনও পর্যন্ত রাজ্য বিজেপি সূত্রে যা খবর, তাতে দলের রাজ্য সভাপতি পদে শমীক ভট্টাচার্য ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেবেন না।স্বাভাবিকভাবেই রাজ্য সভাপতি পদে একের বেশি মনোনয়ন জমা না পড়লে আজই শমীক ভট্টাচার্যের নাম পরবর্তী বিজেপি রাজ্য সভাপতি হিসেবে স্থির হয়ে যাচ্ছে।

 সুকান্ত মজুমদারের পর বঙ্গ বিজেপির ব্যাটন দলের রাজ্যসভার সাংসদ শমীকের হাতেই যাচ্ছে বলে একপ্রকার নিশ্চিত হওয়া গিয়েছে। যদিও পাকাপাকিভাবে এই ঘোষণা বৃহস্পতিবার হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ফোনও নাকি পেয়েছেন শমীক ভট্টাচার্য। 

আরও পড়ুন- Shamik Bhattacharya:'বিভিন্ন জায়গা থেকে সংগঠনে লোক আসেন, কুমোরটুলি থেকে অর্ডারে নয়', ইঙ্গিতপূর্ণ বার্তা শমীকের

Advertisment

গত কয়েক সপ্তাহ ধরেই বঙ্গ বিজেপির নতুন সভাপতির নাম নিয়ে চূড়ান্ত জল্পনা ছড়িয়েছিল। হঠাৎ করে ফের একবার দলের রাজ্য সভাপতি পদের দৌড়ে নাম এসে গিয়েছিল দিলীপ ঘোষেরও। এছাড়াও আরও কয়েকটি নাম ঘোরাফেরা করছিল। তবে শেষমেষ সুবক্তা হিসেবে পরিচিত ও দলে গত কয়েকবছর ধরে টানা মুখপাত্রের দায়িত্ব সামলে আসা শমীক ভট্টাচার্যকেই পরবর্তী বিজেপি রাজ্য সভাপতি হিসেবে বেছে নেওয়া হচ্ছে। এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে শমীক ভট্টাচার্য জানিয়েছেন, দায়িত্ব পেলে দলে পুরনো ও নতুনদের নিয়ে ঐক্যবদ্ধভাবেই বিজেপিকে লড়াইয়ের জায়গায় রাখবেন তিনি। 

আরও পড়ুন- iskcon temple attack: থিকথিক করছে দর্শনার্থীদের ভিড়! পরপর গুলি ISKCON মন্দিরে, তুমুল উত্তেজনা

Bengal BJP Bengali News Today Shamik Bhattacharya