/indian-express-bangla/media/media_files/IkLNnirVT0bZA50HZboT.jpg)
জুনিয়র ডাক্তারদের অনশন কর্মসূচি।
Junior Doctor's Protest: সপ্তমীর সকাল থেকে আরও জোরদার হল জুনিয়র ডাক্তারদের আন্দোলন কর্মসূচি। গতকাল মধ্যরাতে স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যসচিব। জট কাটানোর চেষ্টায় হওয়া সেই বৈঠকও নিষ্ফলা। সেই কারণেই আন্দোলন প্রত্যাহারের বদলে এবার 'লড়াই' আরও জোরদার করার বার্তা জুনিয়র ডাক্তারদের।
স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবি জুনিয়র ডাক্তারদের। ১০ দফা দাবিতে ধর্মতলায় মঞ্চ বেঁধে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। রাজ্য সরকার তাঁদের দাবি না মানলে অনশন তোলার কথা ভাবছেনই না আন্দোলনকারী চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে ইতিমধ্যেই বহু সিনিয়র চিকিৎসক গণইস্তফার পথে হেঁটেছেন। সরকার অনড় মনোভাব না ছাড়লে সিনিয়র চিকিৎসকদের গণইস্তফার সংখ্যাটা আগামী দিনে আরও বেড়ে যাওয়ার আশঙ্কা বেড়েই চলেছে।
জট কাটাতে শেষমেষ আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। বুধবার মধ্যরাতে স্বাস্থ্য ভবনে বৈঠকে ডাকা হয় আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিনিধি দলকে। মুখ্যসচিব তিন ঘন্টা ধরে আলোচনা করেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে।
স্বাস্থ্য ভবনে ঘন্টা তিনেক ধরে সেই বৈঠক শেষে বেরিয়ে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, সদ্বিচ্ছার অভাব রয়েছে রাজ্য সরকারের। স্বাস্থ্য সচিবের ব্যাপারে প্রশ্ন তুললে তাঁদের জানানো হয়েছে এই বৈঠকে স্বাস্থ্য সচিবকে নিয়ে কথা বলার কোনও বিষয় নেই। পুজোটা কাটিয়ে নিতে বলা হয়েছে। জুনিয়র ডাক্তাররা বলেন, "আমরা বলেছিলাম আপনারা আমাদের অনশন মঞ্চে এসে অনুরোধ জানান। তবে এখনও অনমনীয় অবস্থানে রয়েছে রাজ্য সরকার। তিন ঘন্টা ধরে বৈঠকে কিছুই হয়নি।"