Advertisment

Junior Doctor's Protest: '৩ ঘণ্টার বৈঠকের নিট ফল জিরো', মধ্যরাতে রাজ্যের সঙ্গে কথা সেরে বললেন জুনিয়র ডাক্তাররা

Junior Doctor's Protest: ১০ দফা দাবিতে ধর্মতলায় গত শনিবার রাত থেকে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের সেই কর্মসূচিকে সমর্থন জানিয়ে গণইস্তফা দিয়েছেন সিনিয়র চিকিৎসকদের অনেকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Junior Doctor's Hunger strike, Hunger Strike,RG Kar News Update,RG Kar Protest,RG KAr News,junior doctors,জুনিয়র ডাক্তারদের অনশন কর্মসূচি,অনশন কর্মসূচি,আরজি কর বিক্ষোভ

রাজ্যের সঙ্গে ফের একটা নিষ্ফলা বৈঠক জুনিয়র ডাক্তারদের।

Junior Doctor's Protest: ফের একটা নিষ্ফলা বৈঠক। জুনিয়র ডাক্তারদের আন্দোলন-জট কাটাতে ষষ্ঠীর রাতে একটানা তিন ঘন্টার বৈঠক স্বাস্থ্য ভবনে। বৈঠক শেষে বেরিয়ে আন্দোলনকারী চিকিৎসকরা বললেন, "তিন ঘন্টা ধরে চলা বৈঠকের নিট ফল জিরো।" বুধবার সন্ধেয় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বৈঠকে বসার অনুরোধ জানিয়ে ইমেল করেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেই মতো গতকাল রাতেই স্বাস্থ্য ভবনে বৈঠকে গিয়েচিলেন জুনিয়র ডাক্তারদের ৮-১০ প্রতিনিধি।

Advertisment

১০ দফা দাবিতে ধর্মতলায় মঞ্চ বেঁধে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। জট কাটাতে শেষমেষ আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। বুধবার মধ্যরাতে স্বাস্থ্য ভবনে বৈঠকে ডাকা হয় আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিনিধি দলকে। মুখ্যসচিব তিন ঘন্টা ধরে আলোচনা করেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে।

স্বাস্থ্য ভবনে ঘন্টা তিনেক ধরে সেই বৈঠক শেষে বেরিয়ে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, সদ্বিচ্ছার অভাব রয়েছে রাজ্য সরকারের। স্বাস্থ্য সচিবের ব্যাপারে প্রশ্ন তুললে তাঁদের জানানো হয়েছে এই বৈঠকে স্বাস্থ্য সচিবকে নিয়ে কথা বলার কোনও বিষয় নেই। পুজোটা কাটিয়ে নিতে বলা হয়েছে। জুনিয়র ডাক্তাররা বলেন, "আমরা বলেছিলাম আপনারা আমাদের অনশন মঞ্চে এসে অনুরোধ জানান। তবে এখনও অনমনীয় অবস্থানে রয়েছে রাজ্য সরকার। তিন ঘন্টা ধরে বৈঠকে কিছুই হয়নি।"

আরও পড়ুন- Durga Puja 2024: পুজোর উদ্বোধনে বেনজির উদ্যোগ! অজ-গাঁয়ের এই দুর্গাপুজো সূচনার গল্পটা অবাক করবেই

আরও পড়ুন- Durgapuja 2024: ব্রাহ্মণ ছাড়াই মহাসমারোহে পালিত হয় দুর্গাপুজো, আজব রীতিতে চর্চায় বাংলার এই আদিবাসী গ্রাম

আরও পড়ুন- Flood affected people: বন্যা কেড়েছে পুজোর আনন্দ, সব খুইয়ে এবার মা দুগ্গার কাছে ওঁদের একটাই আর্তি...

উল্লেখ্য, ধর্মতলায় আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সাতজন জুনিয়র ডাক্তার। ইতিমধ্যে তাদের সেই অনশন কর্মসূচির চারদিনের বেশি সময় পেরিয়ে গিয়েছে। বুধবার সন্ধ্যে মুখ্যসচিব মনোজ পন্থ জুনিয়র ডাক্তারদের ইমেইল করে স্বাস্থ্য ভবনে বৈঠকে বসার জন্য বার্তা পাঠান। মুখ্যসচিবের বার্তা পেয়ে গতকাল রাতেই স্বাস্থ্য ভবনে বৈঠকের উদ্দেশে রওনা দিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের ৮ থেকে ১০ প্রতিনিধি। তবে সেই বৈঠক ফলপ্রসূ হল না।

protest RG Kar Case Junior Doctors
Advertisment