Junior Doctor protest Rally: স্বাস্থ্য ভবন থেকে সিজিও মিছিল জুনিয়র ডাক্তারদের। জুনিয়র ডাক্তারদের আজকের এই মিছিলে অংশ নিয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ। মিছিলের পরই ধর্না তুলবেন জুনিয়র ডাক্তাররা। এদিকে আরজি কর কাণ্ডে রাজ্য সরকারের দায়িত্ব স্মরণ করিয়ে ব্যবস্থা নেওয়ার দাবিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার কাছে আহ্বান জানিয়েছেন ডাক্তাররা। আরজি কর কাণ্ডে সুবিচার চেয়ে এবার রাজপথে জ্বলল মশাল।
এদিন জুনিয়র ডাক্তারদের সঙ্গে মশাল হাতে মিছিলে সামিল সাধারণ মানুষও। ১১ দিনের মাথায় স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্না তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা। এবার তারা কাজে ফিরবেন। দাঁড়াবেন বন্যা দুর্গতদের পাশে। শনিবার থেকেই জরুরি পরিষেবায় যোগ দিচ্ছেন তারা।
CID-র জালে তৃণমূলের 'কিডন্যাপার' কাউন্সিলর, অপহরণের 'টেকনিক' দুঁদে অপরাধীদেরও ঘোল খাওয়াবে!
১১ দিনের মাথায় উঠল ধর্না তবে বিচারের দাবিতে অনড় চিকিৎসকরা
অবশেষে ১১ দিনের মাথায় ধরনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডাক্তাররা। শুক্রবার স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধরনা প্রত্যাহার করেন তাঁরা। আপাতত ধরনা তুলে নিলেও ন্যায় বিচারের দাবিতে অনড় ডাক্তাররা। সিবিআইয়ের কাছে বিচারের দাবিতে স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। সমাজের সকল স্তরের মানুষ এদিনের মিছিলে অংশ নেন।
'DVC-র জলে ডুবছে বাংলা', তিতিবিরক্ত মমতা চিঠিতে কী লিখলেন মোদীকে?
আগামীকাল থেকে জরুরি পরিষেবাতে ফিরছেন জুনিয়র ডাক্তাররা। মাঝে এক সপ্তাহের বিরতি। সরকার প্রতিশ্রুতি পূরণ না করলে তারা ফের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন। অন্যদিকে সিবিআইয়ের উপর চাপ বাড়াতে শুক্রবার দুপুরে স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন তাঁরা। নির্যাতিতার বিচার চেয়ে পথে নামছে নাগরিক সমাজও। মশাল হাতে মিছিল হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত।