Advertisment

Mamata Banerjee: 'DVC-র জলে ডুবছে বাংলা', তিতিবিরক্ত মমতা চিঠিতে কী লিখলেন মোদীকে?

Mamata wrote a letter to Modi: গতকালই কেন্দ্রের অধীনস্থ DVC-র বিরুদ্ধে রীতিমতো তোপ দাগতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। এবার বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata wrote letter to Modi blaming DVC for the flood situation in Bengal,মোদী, মমতা ব্যানার্জি, বন্যা পরিস্থিতি

বন্যা পরিস্থিতি নিয়ে DVC-কে দুষে মোদীকে চিঠি মমতার।

Bengal Flood Like Situation: শারদোৎসবের আগে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলায় জেলায় ঘুরছেন মুখ্যমন্ত্রী। তবে রাজ্যের এই বন্যা 'ম্যান মেড' বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এব্যাপারে কেন্দ্রের অধীনস্থ DVC-কে তুলোধোনা করেছিলেন আগেই। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী।

Advertisment

মোদীকে চিঠিতে কী লিখেছেন মমতা?

"একতরফাভাবে জল ছাড়ার জন্যই এ রাজ্যে দুর্যোগ। এর আগে এত পরিমাণ জল DVC কোনও দিন ছাড়েনি। ২০০৯ সালের পর দামোদরের নিচু এলাকা ও আশেপাশের এলাকায় সবচেয়ে বড় বন্যা পরিস্থিতির মুখে পড়েছে। রাজ্যের ৫০ লক্ষ মানুষ বন্যার ফলে দুর্দশাগ্রস্ত।"

গত কয়েকদিন ধরেই রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলায় জেলায় ঘুরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। পাঁশকুড়ার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। গতকালই DVC-র বিরুদ্ধে রীতিমতো তোপ দেখেছিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- TMC Councillor Arrested: CID-র জালে তৃণমূলের 'কিডন্যাপার' কাউন্সিলর, অপহরণের 'টেকনিক' দুঁদে অপরাধীদেরও ঘোল খাওয়াবে!

আরও পড়ুন- Kolkata Circular Railway: নিরবিচ্ছিন্ন যাত্রী পরিষেবায় অভাবনীয় সাফল্য! কলকাতার বুকে চক্র রেলের গর্বের ইতিহাস

আরও পড়ুন- Kalyani Medical College: 'চমকে-ধমকে' রাখতেন বাকিদের! থ্রেট কালচারের অভিযোগে ৪০ ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কার!

গতকাল ঠিক কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? 

"ঝাড়খণ্ড জল ছেড়েছে। মনে হচ্ছে চার লাখ কিউসেক ছাড়িয়ে গেছে। এর আগে যা কোনওদিন হয়নি। DVC-র জল ধারণ ক্ষমতা ৩৬ পার্সেন্টে এসেছে। বারবার অন্য রাজ্যের ছাড়া জলে বাংলা ডুবছে। বাংলায় জল ছেড়ে ঝাড়খণ্ডকে রক্ষা করছে। যা ঘুরে দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত। DVC-র সঙ্গে কোনও সম্পর্ক রাখব কিনা সন্দেহ আছে। পরিকল্পিত বন্যা এটা। এটা বৃষ্টির জলে বন্যা নয়। এটা ম্যানমেড ফ্লাড। ঝাড়খণ্ড, বিহার থেকে ছাড়া জলে দক্ষিণবঙ্গ প্লাবিত। কখনও ভুটান থেকে ছাড়া জলে উত্তরবঙ্গ প্লাবিত হচ্ছে। রাজ্যকে বিপদে ফেলতে ইচ্ছাকৃতভাবে এসব করা হচ্ছে। DVC-র ব্যারেজগুলোয় ড্রেজিং করছে না কেন্দ্র। কেন্দ্রই দায়ী এই পরিস্থিতির জন্য। এটা নিয়ে আমরা বড় আন্দোলনে যাব।"

আরও পড়ুন- Vande Bharat: নামমাত্র ভাড়াতেই 'জমাটি খানা', 'স্বপ্নের সফর' বন্দে ভারতে! হাওড়া থেকেই ছুটছে দুই ট্রেন

Bengal Floods CM Mamata banerjee Mamata Banerjee Narendra Modi Flooded modi Flood Like Situation DVC Bengal Flood
Advertisment