Advertisment

Junior Doctor's Hunger Strike: চতুর্থীতে অনশনমঞ্চে নয়া কর্মসূচির ঘোষণা, জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে কী বললেন CP?

Junior Doctor's Hunger Strike: শনিবার রাত থেকে ধর্মতলায় আমরন অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সোমবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রতীকী অনশনে সামিল হন কয়েকজন সিনিয়র ডাক্তারও।

author-image
IE Bangla Web Desk
New Update
Junior Doctors, Junior Doctors & Hunger Strike, Hunger strike, Junior Doctor, Junior Doctors, Junior Doctors Strike, RG Kar Protest, RG Kar Medical College and Hospital Incident, Manoj Verma,Kolkata CP, জুনিয়র ডাক্তারদের অনশন, মনোজ ভার্মা, আরজি কর মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল

জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে কী বললেন কলকাতার পুলিশ কমিশনার?

Junior Doctor's Hunger Strike: আরজি কর কাণ্ডের (RG Kar Case) প্রেক্ষিতে ১০ দফা দাবিতে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন কর্মসূচি চলছে। ধর্মতলা চত্বরে ১৬৩ ধারায় জারি থাকা সত্ত্বেও জুনিয়র ডাক্তাররা অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাঁদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ করা হবে বলে জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সেই সঙ্গে অনড় অবস্থানে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররাও। চতুর্থীতে নয়া কর্মসূচির ঘোষণা জুনিয়র চিকিৎসকদের।

Advertisment

১০ দফা দাবিতে ধর্মতলায় শনিবার রাত থেকে আমরন অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সোমবার জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে প্রতীকী অনশনে যোগ দিয়েছেন সিনিয়র ডাক্তারদেরও কয়েকজন। পুজোর আবহে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় অনশন কর্মসূচিতে ওই এলাকায় ভিড় বিপুল পরিমাণে বেড়েছে। ডাক্তারদের অনশন কর্মসূচি মঞ্চের কাছে বহু সাধারণ মানুষও জমায়েত করছেন।

সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ধর্মতলার ওই এলাকায় ১৬৩ ধারা জারি করেছে কলকাতা পুলিশ। পুলিশ অনুমতি না দিলেও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এমনিতেই পুজোর সময় ধর্মতলায় বিপুল পরিমাণে মানুষ কেনাকাটার জন্য ভিড় জমান। এই আবহে ধর্মতলায় অনশন কর্মসূচি চালালে সাধারণ মানুষের অসুবিধা হতে পারে বলে জুনিয়র ডাক্তারদের জানিয়েছিল পুলিশ।

আরও পড়ুন- Doctor's Hunger Strike: জুনিয়র ডাক্তারদের মনোবল বাড়াতে পাশে সিনিয়ররাও, শুরু প্রতীকী অনশন

আরও পড়ুন- Coal Mine Explosion: বীরভূমে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ৫ জনের মৃত্যু, জখম বেশ কয়েকজন

আরও পড়ুন- Durga Puja 2024: মন্ডপজুড়ে বৃষ্টির 'টাপুর টুপুর' শব্দ, আলোআধারির খেলা, 'সেরার সেরা'র থিমে কলকাতার কোন পুজো?

অনুমতি ছাড়াই তবুও আমরণ অনশন কর্মসূচিতে সামিল হন জুনিয়র ডাক্তাররা। সোমবার এবিষয়ে প্রতিক্রিয়া দিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ধর্মতলার ওই এলাকায় ১৬৩ ধারা জারি থাকা সত্ত্বেও জুনিয়র ডাক্তাররা কীভাবে অনশন চালাচ্ছেন? পুলিশ কোনও পদক্ষেপ করবে? সিপি বলেন, "উপযুক্ত পদক্ষেপ করা হবে।" তবে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ঠিক কী ব্যবস্থা নেওয়া হবে তা অবশ্য স্পষ্ট করেননি পুলিশ কমিশনার।

চতুর্থীতে নয়া কর্মসূচি ঘোষণা জুনিয়র ডাক্তারদের...

ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনের আজ তৃতীয় দিন। শনিবার রাত সাড়ে ৮টা থেকে চলছে আমরন অনশন কর্মসূচি। এই মুহূর্তে ৭ জুনিয়র ডাক্তার অনশন আন্দোলন করছেন। অনশন মঞ্চে CC ক্যামেরা বসানো হয়েছে। সেই সঙ্গে অনশনের লাইভ স্ট্রিমিংও চলছে।

আরও পড়ুন- West Bengal Weather Update: আজ চতুর্থীতেও একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, ষষ্ঠী-দশমী পর্যন্ত কেমন থাকবে আবহাওয়া?

 কাল সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন মেডিক্যাল কলেজে প্রতীকী অনশন কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের। সেই সঙ্গে আগামিকাল কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলেরও ডাক দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। কাল বিকেল সাড়ে ৪টেয় মহামিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের। 

Hunger Strike RG Kar Case Junior Doctors
Advertisment