Advertisment

Junior Doctor's Cease Work: ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা, সরকারের কাছে ১০ দফা দাবি

Junior Doctor's Protest: এর আদে গত ২১ সেপ্টেম্বর দীর্ঘ টালবাহানার পর অংশিকভাবে কাজে পিরেছিলেন জুনিয়র ডাক্তাররা। এরপর দিন দশেক চলতে না চলতে ফের কর্মবিরতির পথে জুনিয়র চিকিৎসকরা। রাজ্যের স্বাস্থ্যে ফের ঘোরালো সংকট।

author-image
IE Bangla Web Desk
New Update
junior doctors, cease work, rg kar case, কর্মবিরতি, জুনিয়র ডাক্তার, আরজি কর

ফের কর্মবিরতির পথে জুনিয়র ডাক্তাররা।

Junior Doctor's Cease Work: আবারও পূর্ণ কর্মবিরতির পথে ফিরলেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলন আরও জোরদার করার লক্ষ্যে এবার মহালয়ার (Mahalaya) আগের দিনই পূর্ণ কর্মবিরতির ডাক জুনিয়র ডাক্তারদের (Junior Doctor)। তবে দুর্গাপুজোর (Durga Puja) সময় আন্দোলনের রূপরেখা কী হতে চলেছে তা নিয়ে বৈঠকে বসে সিদ্ধান্ত নেবেন তাঁরা।

Advertisment

টানা অচলাবস্থা চলার পথ গত ২১ সেপ্টেম্বর থেকে আংশিকভাবে কাজে ফিরেছিলেন জুনিয়র চিকিৎসকরা। এভাবে দিন দশেক চলার পর ফের পূর্ণ কর্মবিরতির (Cease Work) পথে জুনিয়র ডাক্তাররা। এবার রাজ্য সরকারের কাছে ১০ দফা দাবি জানিয়েছেন তাঁরা। সেই দাবিগুলির প্রশ্নে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া পর্যন্ত পূর্ণ কর্মবিরতি চালিয়ে যাবেন বলে প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি: 

১. দীর্ঘ সূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত ও স্বচ্ছতার সাথে অভয়ার ন্যায়বিচার সুনিশ্চিত করতে হবে।

২. স্বাস্থ্য ক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করতে হবে।

৩. অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করতে হবে।

৪. প্রতিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভেকেন্সি মনিটর চালু করতে হবে।

৫. অতি দ্রুত সবকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করে প্রয়োজনমাফিক সিসিটিভি, অন কল রুম, বাথরুম, হেল্পলাইন নম্বর, প্যানিক বোতামের ব্যবস্থা করতে হবে।

৬. হাসপাতালগুলিতে পুলিশি সুরক্ষা বাড়াতে হবে। সিভিক ভলেন্টিয়ারের বদলে স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশ কর্মী নিয়োগ করতে হবে।

আরও পড়ুন- Success Story: অভাবনীয় প্রতিভার বিচ্ছুরণ! জাতীয়স্তরে 'সেরার সেরা'র বাংলার মেয়ে, মুঠোয় আকাশচমুম্বী সাফল্য

৭. হাসপাতালে ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের শূন্য পদ অবিলম্বে পূরণ করতে হবে।

৮. রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে থ্রেট সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের শাস্তি দিতে হবে।

আরও পড়ুন- Bengal Weather: মহালয়ায় ঝড়বৃষ্টি না রোদ ঝলমলে আকাশ? পুজোর আগে কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

৯. অবিলম্বে রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে ছাত্র সংসদের নির্বাচন করতে হবে। সবকটি কলেজে আর ডি এ কে স্বীকৃতি দিতে হবে। কলেজ হাসপাতাল পরিচালনা সব কমিটিতে ছাত্র-ছাত্রী ও জুনিয়ার ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে।

১০. WBMC ও VBHRB-এর মধ্যে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ আছে তার সাপেক্ষে দ্রুত তদন্ত শুরু করতে হবে।

আরও পড়ুন- Kolkata Metro Durga Pujo Timing: চতুর্থী থেকে ত্রয়োদশী কতক্ষণ পর্যন্ত চলবে ট্রেন, পুজোর বাম্পার ঘোষণা মেট্রোরেলের

এই ১০ দফা দাবি জানানোর পাশাপাশি, আগামিকাল ২ অক্টোবর (Gandhi Birthday) অর্থাৎ মহালয়ার দিন আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে মহামিছিল ও মহাসমাবেশে সবাইকে যোগদানের আহ্বান জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আগামিকাল কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল করবেন জুনিয়র ডাক্তাররা। সেই মিছিল শেষে ধর্মতলায় হবে মহাসমাবেশ। আরজি কর কাণ্ডে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আবারও এই বিক্ষোভ কর্মসূচি নিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

protest Strike Junior Doctors
Advertisment