Junior Doctor's Protest: দুর্নীতি ও থ্রেট কালচারের অভিযোগ তুলে ডায়মন্ড হারবার গভঃ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের পদত্যাগের দাবি জানিয়ে অ্যাকাডেমিক বিল্ডিংয়ে তালা মেরে অবস্থান-বিক্ষোভ জুনিয়র চিকিৎসক ও মেডিক্যাল কলেজের কর্মীদের। এর আগে এই জেলার কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসের নিয়োগকে কেন্দ্র করে CMOH-এর অফিসে বিক্ষোভ দেখিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা।
১০ দফা দাবিতে ধর্মতলায় টানা অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছে জুনিয়র ডাক্তাররা। নানা ইস্যুতে জেলার হাসপাতালগুলিতেও আন্দোলন করছে তাঁরা। সোমবার ডায়মন্ড হারবার গভঃ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপালের বিরুদ্ধে দুর্নীতি ও থ্রেট কালচারের অভিযোগ তুলে একাডেমিক বিল্ডিংয়ে তালা মেরে বিক্ষোভ দেখায় ডাক্তারি পড়ুয়া ও মেডিকেল কলেজের স্টাফদের।
অভিযোগ ওঠে সমানে থ্রেট কালচার চলছে ডায়মন্ড হারবার হাসপাতালে। সোমবার সকাল ১০ টা থেকে ডায়মন্ড হারবার গভঃ মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিংয়ের সামনে অবস্থানে বসেন ডাক্তারি পড়ুয়া, নার্সিং পড়ুয়া ও মেডিকেল কলেজের স্টাফেরা।
আরও পড়ুন- Kunal Ghosh: দেবাশিস হালদার, অনিকেত মাহাতোদের বিরুদ্ধে FIR দায়েরের নিদান কুণালের, পাল্টা সোচ্চার কিঞ্জল
আরও পড়ুন- সম্প্রীতির 'স্বপ্নাদেশ', চার দশক ধরে মা কালীর আরাধনায় মুসলিম মহিলা
তাঁরা একত্রে ১২ দফা দাবি নিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের দাবি, হাসপাতালে একাধিক দুর্নীতির ঘটনা সামনে এসেছে এমনকি থ্রেট কালচার চালানো হচ্ছে কলেজে। এরই প্রতিবাদে প্রিন্সিপালের পদত্যাগের দাবি জানিয়ে চলছে বিক্ষোভ।
আরও পড়ুন- Kali Puja 2024: নরবলি বন্ধের নির্দেশ দেন দেবী স্বয়ং! এই কালীপুজোর নেপথ্যে হাড় হিম সব কাহিনী