Advertisment

Kunal Ghosh: দেবাশিস হালদার, অনিকেত মাহাতোদের বিরুদ্ধে FIR দায়েরের নিদান কুণালের, পাল্টা সোচ্চার কিঞ্জল

Kunal Ghosh: জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের আগে বিস্ফোরক ফেসবুক পোস্ট কুণাল ঘোষের। যা নিয়ে ফের শুরু বিতর্ক।

author-image
IE Bangla Web Desk
New Update
Kunal Ghosh,junior doctors Debashis Halder, Aniket Mahato,Junior Doctors Movement,Mamata Banerjee,Junior Doctors Hunger Strike,কুণাল ঘোষ,জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার,মমতা ব্যানার্জি

বাঁদিক থেকে চিকিৎসক দেবাশিস হালদার, তৃণমূল নেতা কুণাল ঘোষ ও চিকিৎসক অনিকেত মাহাতো।

Kunal Ghosh: মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের ঠিক আগে আগে বিস্ফোরক পোস্ট কুণাল ঘোষের। তৃণমূল নেতার নিশানায় জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার ডাক্তারদের স্বাস্থ্য ধর্মঘটে রোগীদের ক্ষতি হলে থানায় জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার, অনিকেত মাহাতোদের বিরুদ্ধে FIR দায়েরের নিদান তৃণমূল নেতার। কুণাল ঘোষের এই FIR দায়েরের নিদানের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ।

Advertisment

ফেসবুকে কী লিখেছেন কুণাল?

"যদি মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠক পরিকল্পিতভাবে অন্যায্য জেদে ভেস্তে দিয়ে মঙ্গলবার স্বাস্থ্য ধর্মঘটের নামে বিশৃঙ্খলার চেষ্টা হয়, তাহলে বাংলার কোনো রোগীর কোনো ক্ষতি হলে নিকটবর্তী থানায় ডাঃ দেবাশিস হালদার ও ডাঃ অনিকেত মাহাতোর নামে যেন FIR হয়। তাঁরাই চক্রান্তের মাতব্বর। তার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও চিকিৎসকের নাম যোগ করবেন। চিকিৎসা আপনার মৌলিক অধিকার। প্ররোচনা দিয়ে তা থেকে বঞ্চিত কার আইনত অপরাধ। অনশনের কারণে যদি জুনিয়রদের কারুর কোনো ক্ষতি হয়, তাহলেও মূলত এরা দুজন, এদের প্ররোচনাদাতারা দায়ী থাকবে। মুখ্যমন্ত্রী বারবার অভিভাবকোচিত সংবেদনশীলতা দেখাচ্ছেন। তাতে সাড়া দিয়ে অনশন প্রত্যাহার করে আলোচনা হোক। বাম, অতি বাম, বিরোধীদের ফাঁদে পা দেবেন না।"

এদিকে, কুণাল ঘোষের এই ফেসবুক পোস্টের পাল্টা জবাব দিয়েছেন জুনিয়র ডাক্তার তথা আন্দোলনকারী আর এক জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ। 

ফেসবুক পোস্টে কী লিখেছেন কিঞ্জল?

"সিদ্ধান্ত শুধু অনিকেত বা দেবাশিস হালদার নেয়নি, সিদ্ধান্ত WBJDF নিয়েছে। Day 1 থেকে আমরা আলোচনায় বসতে চেয়েছিলাম,কিন্তু উৎসব চলায়ে সেটা সম্ভব হয়ে নি।আর meeting ভেস্তে দেওয়ার কথা যদি বলেন,অনশনে বসার আগে 2 বার mail করা হয়েছিল,যার উত্তর দিতেই আপনারা ভুলে যান।তাই সমস্যা সমাধান করার সদিচ্ছের প্রশ্নটা থেকেই যাচ্ছে।যেচে পড়ে কেউ আন্দোলন করতে আসে না,ডাক্তারিতে অনেক কাজ থাকে।যাই হোক,ডাক্তার না হলে সেটা বোঝানো খুব মুশকিল।ব্যক্তি আক্রমণ টা স্বভাব হয়ে গেছে।"

আরও পড়ুন- Kali Puja 2024: নরবলি বন্ধের নির্দেশ দেন দেবী স্বয়ং! এই কালীপুজোর নেপথ্যে হাড় হিম সব কাহিনী

আরও পড়ুন- Junior Doctor's Movement: দাবি আদায়ে নাছোড় আন্দোলনে জুনিয়র ডাক্তাররা, আজ ফের নবান্নে বৈঠক, কাটবে জট?

উল্লেখ্য গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় ১০ দফা দাবিতে অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়ার ডাক্তাররা। গতকালই জুলিয়ার ডাক্তারদের অনশন মঞ্চে গিয়েছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। মুখ্যসচিবের ফোন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছিলেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে। 

আরও পড়ুন- Cyclone Dana Updates: আতঙ্ক বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'ডানা', আছড়ে পড়েই তছনছ করবে বাংলা?

অনশন তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জুনিয়র ডাক্তারদেরও আজ বিকেল ৫টায় নবান্নে বৈঠকে বসতে অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো আজ নবান্নে বৈঠকে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তবে সেই বৈঠকের আগে তৃণমূল নেতা কুণাল ঘোষের সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট স্বাভাবিকভাবেই বিতর্কের জন্ম দিয়েছে।

Kunal Ghosh CM Mamata banerjee Junior Doctors
Advertisment