Junior Doctors Protest: কলকাতার আরজি কর কাণ্ডে গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষের অন্যতম ঘনিষ্ঠ অভীক দে'র সঙ্গে একই অনুষ্ঠানে দেখা গিয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে সুপার প্রসেনজিৎ বরকেও। অভীক দে'র পাশে একসঙ্গে দাঁড়িয়ে থাকা মেডিকেল কলেজের সুপারের পোস্টার মালদা মেডিকেল কলেজের দেওয়ালে টাঙিয়ে নতুন করে বিক্ষোভ শুরু করলেন জুনিয়র ডাক্তারেরা।
গোটা মেডিকেল কলেজের দেওয়ালে এই পোস্টারে ছয়লাপ করে দেওয়া হয়। ২০২৩ সালের একটি অনুষ্ঠান মঞ্চে অভিক দে'র সাথে ছিলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে সুপার প্রসেনজিৎ বর। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা এই অভিযোগ তুলেই মালদা মেডিকেল কলেজের সুপারের ঘরের সামনেই নতুন করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মালদা মেডিকেল কলেজে। যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাসপাতালে মোতায়েন পুলিশ।
বৃহস্পতিবার ২০২৩ সালের সেই অনুষ্ঠান মঞ্চের ছবি প্রিন্ট আউট করে পোস্টার লাগানো হয়েছে গোটা হাসপাতাল জুড়ে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বরের ঘরের সামনেই রয়েছে একাধিক পোস্টার। যেখানে দেখা যাচ্ছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপারের উপস্থিতিতে অভীক দে চিকিৎসকদের ডিগ্রি তুলে দিচ্ছেন। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ অভীক দে কী কারণে মালদা মেডিকেল কলেজে আসতেন? এই প্রশ্ন তুলে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের। শুধু তাই নয়, মালদা মেডিক্যালেও 'থ্রেট কালচার' রয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুন- Flood Like Situation: দোরগোড়ায় শারদোৎসব, তার আগে DVC-র ছাড়া জলে 'বানভাসি' গ্রামের পর গ্রাম
আরও পড়ুন- Mamata Banerjee: 'এটা পরিকল্পিত!' এবার বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
আন্দোলনকারী জুনিয়র ডাক্তার পৃথা দাস, প্রকৃতি মান্না দে'র বক্তব্য, অবিলম্বে কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে এই অভীক দে কী কারণে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন? কলেজের সুপারের ঘরের সামনে এই পোস্টার লাগিয়ে প্রতিবাদ বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের।