/indian-express-bangla/media/media_files/2025/02/03/IgTLz6nVjnx7AjJmzsMY.jpg)
RG Kar Medical College & Hospital: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল।
RG Kar Incident:আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি ঘোষের সিঙ্গেল বেঞ্চ আর এই মামলা শুনবে না। এবার ডিভিশন বেঞ্চে হবে মামলার শুনানি।
আরজি করে ধর্ষণ-খুনের মামলা থেকে সরে দাঁড়িয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, CBI এবং সাজাপাত্র আসামী নতুন করে মামলা দায়ের করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি চলছে।
আরও পড়ুন- Mamata Banerjee:'বন্দুক, পাইপগান, স্টেনগান নিয়ে তাড়া, গুলি', গায়ে কাঁটা দেওয়া গল্প শোনালেন মমতা!
এই যুক্তি দেখিয়ে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণ খুনের মামলা থেকে তিনি সরে এসেছেন। তাঁর যুক্তি কেন্দ্রীয় তদন্ত সংস্থা এবং সাজাপ্রাপ্ত আসামি যখন ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন তখন এই মামলা ডিভিশন বেঞ্চেরই শোনা উচিত বলে তিনি মনে করেন।