Mamata Banerjee:'বন্দুক, পাইপগান, স্টেনগান নিয়ে তাড়া, গুলি', গায়ে কাঁটা দেওয়া গল্প শোনালেন মমতা!

TMCP Foundation Day 2025: কলকাতার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় নিজের ছাত্র রাজনীতির সময়ের অনেক অজানা কাহিনী শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

TMCP Foundation Day 2025: কলকাতার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় নিজের ছাত্র রাজনীতির সময়ের অনেক অজানা কাহিনী শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee  ,TMCP Foundation Day  ,Never compromise with injustice  ,Hold your heads high,  Youth empowerment  ,Inseparable part of the Trinamool family,  Student wing / student leadership  ,Rally at Mayo Road  ,Preparation for 2026 Assembly polls  ,Rejuvenate student leaders,মমতা বন্দ্যোপাধ্যায়  ,তৃণমূল ছাত্র পরিষদ , প্রতিষ্ঠা দিবস  অন্যায়ের বিরুদ্ধে আপোষ নাও (অন্যান্য: “অন্যায়ের সঙ্গে আপোষ নয়”)  ,মাথা উঁচু করে থাকো,  ন্যায়ের লড়াইয়ে আমি তোমাদের পাশে থাকব,  যুব নেতৃত্ব,  গণতন্ত্রের উৎসব , TMCP পরিবার (অঙ্গ)  ,আগামী নির্বাচনের প্রস্তুতি

TMCP Foundation Day 2025: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

TMCP-র প্রতিষ্ঠা দিবসের মঞ্চে এবার নিজের ছাত্র রাজনীতির নানা অজানা কাহিনী শোনালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ছাত্র জীবনের নানা কাহিনী বর্ণনা করে পূর্বতন বাম সরকারের প্রধান দল সিপিএমকে তুলোধনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

তৃণমূলনেত্রী এদিন বলেন, "যখন ছাত্র রাজনীতি করতাম...আমাকে বন্দুক নিয়ে তাড়া করেছিল। কলেজ ভোটের সময়। আশুতোষ কলেজের ভোট হচ্ছিল, আমি বক্তৃতা দিতে গিয়েছিলাম। স্লোগান দিচ্ছিলাম, সেই সময় জল তেষ্টা পেয়েছিল। আমি জল খেতে এসে দেখি একটা গাড়িতে দুটো ছেলেকে তুলে নিয়ে যাচ্ছিল সিপিএমের গুণ্ডারা। আমাদের ছাত্র পরিষদের দুটো ছেলেকে কলার ধরে তুলে নিয়ে যাচ্ছিল। তখন আমরা মাত্র দু'জন ছিলাম, কিন্তু সাহস ছিল দেখুন...আমার সঙ্গে অশোকা ছিল। আমি গিয়ে কলারটা ধরলাম গাড়ি থেকে নামিয়ে, আর অশোকা দুটো থাপ্পড় মারল। তারপর ছেলে দুটোকে বাঁচিয়ে আমরা নিয়ে এলাম।"

আরও পড়ুন- Abhishek Banerjee:২০২৬-এ কত আসন পাবে BJP? TMCP-র প্রতিষ্ঠা দিবসের মঞ্চে তোলপাড় ফেলা ভবিষ্যদ্বাণী অভিষেকের

Advertisment

তিনি আরও বলেন, "তারপর আমাকে বন্দুক, পাইপগান, স্টেনগান নিয়ে তাড়া করল। তখন স্থানীয়রা ছেলেরা আমাকে একটা রেস্তোরাঁয় ঢুকিয়ে বাইরে থেকে গেটটা টেনে দিল। সেটা না হলে সেদিনই হয়তো আমাকে মেরে ফেলতো। এরা (সিপিএম) আবার বড় বড় কথা বলে। আমি হাজরা মোড়ে বক্তৃতা করছিলাম বলে আমাকে ডান্ডা মেরে মেরে....আমার মাথায় ৪৬টি সেলাই আছে। আমার ব্রেন অপারেশন করতে হয়েছে। আমার ডান হাতে অর্ধেক হাড় নেই। । যখন প্রথমে মারে, তখন গলগল করে রক্ত পড়ছিল। দ্বিতীয়বার যখন মারে, তখন দেখি আমার দু'দিক দিয়েই রক্তে ভাসছে। তৃতীয়বার যখন মারে, কোনওভাবে আমার হাতটা মাথায় উঠে গিয়েছিল। ঈশ্বর, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। তখন আমার হাতে মেরে হাড়টা চ্যাপ্টা করে দেয়।" 

আরও পড়ুন-West Bengal News Live Updates: SSC নিয়োগ দুর্নীতিতে বিরাট রায়, ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ শীর্ষ আদালতের

গার্ডেনরিচে একবার তাঁর ওপর গুলি চালানো হয়েছিল বলে এদিন ফের একবার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "গার্ডেনরিচে গুলি চালিয়েছিল। বিমানদা (বিমান বন্দ্যোপাধ্যায়) গাড়ি চালাচ্ছিলেন। আমাদের গাড়িটা ভেঙে দিয়েছিল। গাড়ির ওপরে উঠে নাচতে শুরু করল। গাড়ির ভাঙা কাচ আমার চোখে ঢুকল। আমি বিমানদাকে বললাম গাড়ি চালাবেন না, আমি দেখতে চাই ওরা মারুক, দেখি পারে কিনা।" 

আরও পড়ুন-Jaish-e-Mohammed Terrorists Entered in Bihar: জারি হাই অ্যালার্ট, বাংলার পার্শ্ববর্তী রাজ্যে তিন জইশ জঙ্গির অনুপ্রবেশ! চরম চাঞ্চল্য

তাঁর কথায়, "তারপর ওরা গুলি চালাল। হঠাৎ করে একটা ছেলে চলে এল, তার নাম আক্তার। হঠাৎ করে সে তার হাতটা তুলে দিল, সে জানত না কী হয়েছে। যে গুলিটা আমার কপালে লাগার কথা, সেই গুলিটা ওর হাত ফুটো করে বেরিয়ে গেল। সারা শরীরে এমন কোনও জায়গা নেই যেখানে চোট নেই। ২১ জুলাই কোমরে মেরে কোমর ভেঙে দিয়েছিল প্রায়। আমাকে রোজ ব্যায়াম করে থাকতে হয়। যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতে হয়।"

abhishek banerjee CM Mamata banerjee TMCP Foundation Day