Jyotipriya Mallick: রেশন দুর্নীতির 'কিংপিন' বলেছিল ED, সেই জ্যোতিপ্রিয় মল্লিককেই জামিন দিল আদালত

Jyotipriya Mallick-Ration Scam: রেশন দুর্নীতি মামলায় ২০২৩ সালের ২৭ অক্টোবর সল্টলেকের বাড়ি থেকে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছিল ইডি। এবার সেই জ্যোতিপ্রিয় মল্লিক জামিনে ছাড়া পেয়ে গেলেন।

Jyotipriya Mallick-Ration Scam: রেশন দুর্নীতি মামলায় ২০২৩ সালের ২৭ অক্টোবর সল্টলেকের বাড়ি থেকে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছিল ইডি। এবার সেই জ্যোতিপ্রিয় মল্লিক জামিনে ছাড়া পেয়ে গেলেন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
jyotipriya mallick, jyotipriya mallick news,Jyotipriya Mallick gets bail ,Ration Distribution Scam Case,জ্যোতিপ্রিয় মল্লিক, রেশন দুর্নীতি

jyotipriya mallick: জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক।

Jyotipriya Mallick gets bail on Ration Distribution Scam Case: রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার ১৪ মাস পর জামিনে মুক্তি পেতে চলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। ২০২৩ সালের ২৭ অক্টোবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED তাঁকে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তারির পর থেকে একাধিকবার জামিনের আবেদন করেছিলেন রাজ্যের প্রাক্তন এই মন্ত্রী। তবে বারবার তাঁর জামিনের আবেগন নাকচ করেছে আদালত। তবে বুধবার তাঁর জামিন মঞ্জুর করেছেন বিচারক। 

Advertisment

দীর্ঘ ১৪ মাস পর এবার রেশন দুর্নীতি মামলায় জামিনে মুক্ত হতে চলেছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আগে এই মামলায় জামিনে মুক্ত হয়েছেন বাকিবুর রহমান, শঙ্কর আঢ্যরা। এবার জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিকও। রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককেই 'কিংপিন' হিসেবে আদালতে উল্লেখ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী। অবশেষে দীর্ঘ ১৪ মাস জেলে থাকার পর সেই 'কিংপিন'ই জামিনে ছাড়া পেয়ে গেলেন।

রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পর্যাপ্ত পরিমাণে প্রমাণ জোগাড় করতে এখনও পারেনি। আজ তাঁর জামিনের আবেদনে সাড়া দিয়ে এমনই মন্তব্য করেছেন বিচারক। পাহাড় প্রমাণ টাকার রেশন বণ্টন দুর্নীতি মামলায় প্রথমে গ্রেপ্তার হয়েছিলেন চালকলের মালিক বাকিবুর রহমান। বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে দাবি করেছিল ইডি।

Advertisment

আরও পড়ুন- Abhishek Banerjee: 'বিষ স্যালাইন'-কাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অভিষেকের, মুখ খুললেন RG করের ঘটনা নিয়েও

বাকিবুরকে দফায় দফায় জেরা করার পরেই শেষমেশ ২০২৩ সালে গ্রেপ্তার করা হয়েছিল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। গ্রেপ্তারির পর থেকে বারবার অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে এবার তাঁকে জামিনে মুক্তি দিল আদালত।

আরও পড়ুন- Abhishek Banerjee: 'সরকার জ্যোতিষী নয়, গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে', মালদার TMC নেতা খুনে মন্তব্য অভিষেকের

তবে জ্যোতিপ্রিয় মল্লিককে শর্তাধীন জামিন দিয়েছে আদালত। আদালতের নির্দেশ ছাড়া জ্যোতিপ্রিয় মল্লিক দেশ ছেড়ে বাইরে কোথাও যেতে পারবেন না। জামিনের শর্তে আরও উল্লেখ রয়েছে যে প্রাক্তন খাদ্যমন্ত্রীর পাসপোর্ট জমা রাখতে হবে। রেশন দুর্নীতি মামলার তদন্তে তাঁকে সবরকম ভাবে সাহায্য করতে হবে তদন্তকারী অফিসারদের সঙ্গে।

আরও পড়ুন- Puri Shankaracharya: 'গঙ্গাসাগরকে জাতীয় মেলা ঘোষণা করা উচিত', পুরীর শঙ্করাচার্যের মন্তব্যের পরে পাল্টা বঙ্গ বিজেপির

Jyotipriyo Mullick Jyotipriyo Mallick Bangla News Bengali News Today Ration Scam news in west bengal news of west bengal