Independence Day Remarks: স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্য হেভিওয়েট বিজেপি নেতার, শুরু তুমুল রাজনৈতিক তরজা

Independence Day Remarks: তিনি আরও দাবি করেন, একদিন ইসলামাবাদেও তেরঙ্গা উত্তোলন হবে এবং তখনই অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ হবে'।

Independence Day Remarks: তিনি আরও দাবি করেন, একদিন ইসলামাবাদেও তেরঙ্গা উত্তোলন হবে এবং তখনই অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ হবে'।

author-image
IE Bangla Web Desk
New Update
Haryana and J & K Election Result Live Updates

স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্য হেভিওয়েট বিজেপি নেতার

Independence Day Remarks: স্বাধীনতা নিয়ে এবার  বিতর্কিত মন্তব্য করলেন হেভিওয়েট বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। যাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। 

Advertisment

মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় আবারও তাঁর মন্তব্যের জন্য সংবাদ শিরোনামে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ইন্দোরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “১৯৪৭ সালে ভারত একটি 'খণ্ডিত' স্বাধীনতা পেয়েছিল।” তাঁর বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে।

আরজি করের নির্যাতিতার বাবা-মায়ের আবেদনে সাড়া রাষ্ট্রপতির, মুখ্যসচিবকে চিঠি দ্রৌপদী মুর্মুর

Advertisment

বিজয়বর্গীয় বলেন, “আমরা এক অসম্পূর্ণ স্বাধীনতা পেয়েছি। ভগৎ সিং যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, তা আমরা পাইনি। ভুল নীতির কারণে ভারত মাতা বিভক্ত হয়ে পড়েছিল।”

তিনি আরও দাবি করেন, একদিন ইসলামাবাদেও তেরঙ্গা উত্তোলন হবে এবং তখনই অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ হবে'। তিনি বলেন, 'মোদী সরকারের নতুন ভারতে, পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলি ধ্বংস করা হয়েছে। ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের এমনভাবে জবাব দেওয়া হয়েছে যাতে আমাদের সেনাদের গায়ে একটি আঁচড়ও লাগেনি।" 

অনুষ্ঠানে তিনি দেশাত্মবোধক গান পরিবেশনের পাশাপাশি   ‘ভারত মাতা কি জয়’ স্লোগান তুলেছেন। তবে স্বাধীনতাকে ‘অসম্পূর্ণ’ বলে মন্তব্য করায় তাঁর বক্তব্য ঘিরে বিতর্ক তীব্র হচ্ছে।

এটাই প্রথম নয়। কৈলাস বিজয়বর্গীয় এর আগেও নানা বিতর্কিত মন্তব্য করেছেন হেভিওয়েট এই বিজেপি নেতা। যার কারণে রাজনৈতিক মহলে প্রায়ই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। 

অষ্টম পে কমিশন নিয়ে বিরাট আপডেট! উৎকন্ঠায় লক্ষ লক্ষ সরকারি কর্মচারি

Kailash Vijayvargiya