Brutal Murder:আবারও নৃশংস খুন! ধানজমিতে মিলল তৃণমূলের দাপুটে নেতার ভাইপোর ক্ষতবিক্ষত দেহ

South 24 Parganas News: বৃহস্পতিবার সাতসকালে ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ গ্রামেরই একটি ধান জমিতে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

South 24 Parganas News: বৃহস্পতিবার সাতসকালে ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ গ্রামেরই একটি ধান জমিতে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

author-image
Mina Mondal
New Update
Kakdwip murder case, Kakdwip TMC leader nephew murder,  Rakib Sekh murder Kakdwip  ,TMC panchayat member relative killed , Madhusudanpur paddy field killing,  South 24 Parganas political violence,কাকদ্বীপ তৃণমূল নেতার ভাইপো খুন  ,রাকিব শেখ নিহত,  মধুসূদনপুর ধানক্ষেত হত্যাকাণ্ড,  তৃণমূল পঞ্চায়েত সদস্য আত্মীয় খুন  ,দক্ষিণ ২৪ পরগনা রাজনৈতিক হিংসা

murder case: ধানজমি থেকে উদ্ধার যুবকের দেহ।

আবারও খুন। বৃহস্পতিবার সাতসকালে কাকদ্বীপের রামতনুনগরে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহত রাকিব শেখ নামে ওই যুবক সম্পর্কে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের ভাইপো বলে জানা গিয়েছে। রোমহর্ষক এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

Advertisment

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর বুথের পঞ্চায়েত সদস্য সালাউদ্দিন শেখ। তারই ভাইপো রাকিবের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে আজ সকালে। বৃহস্পতিবার সকালে স্থানীয় গ্রামবাসীরা প্রথমে একটি ধানের জমিতে এক যুবকের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে দেখা যায় দেহটি এলাকার বাসিন্দা তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য সালাউদ্দিনের ভাইপো রাকিবের। হাড়হিম করা এই দৃশ্যে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে রীতিমতো ভিড় জমে যায়। ততক্ষণে খবর যায় থানায়। এই ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে যায় পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রাকিব শেখকে খুন করা হয়েছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তবে নৃশংস এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ এখনও স্পষ্ট হয়নি।

Advertisment

আরও পড়ুন- West Bengal News live updates:ফের খুন তৃণমূল নেতা, বোমা মেরে, কুপিয়ে হত্যা, নৃশংস কাণ্ডে চরমে উত্তেজনা!

 তৃণমূলের গোষ্ঠীকোন্দল? নাকি পারিবারিক কোনও বিবাদ নাকি খুনের নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? তরতাজা যুবকের খুনে সবদিক খতিয়ে দেখে এগোচ্ছে তদন্ত। ইতিমধ্যেই নিহতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এরই পাশাপাশি গ্রামবাসীদেরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে রাকিব শেখকে খুনে দোষীদের চরম শাস্তির দাবি তুলেছে পরিবার।

আরও পড়ুন- Plane Crash:ফের বিরাট বিমান দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দাউদাউ করে আগুন? বহু মৃত্যুর আশঙ্কা

tmc kakdwip Murder