Advertisment

Kakoli Ghosh Dastidar: মহিলা চিকিৎসকদের নিয়ে মন্তব্যে বিতর্কের ঝড়! ক্ষমা চাইলেন তৃণমূল সাংসদ কাকলি

Kakoli Ghosh Dastidar:একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে গিয়ে মহিলা চিকিৎসকদের একাংশকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি নিজেও একজন চিকিৎসক। পাশ করেছেন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই। কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Kakoli Ghosh Dastidar apologized for his comments about women doctors, কাকলি ঘোষ দস্তিদার

তৃণমূলের সাংসদ-চিকিৎসক কাকলি ঘোষ দস্তিদার। ফাইল ছবি।

Kakoli Ghosh Dastidar: প্রবল সমালোচনার মুখে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ-চিকিৎসক কাকলি ঘোষ দস্তিদার। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে মহিলা চিকিৎসকদের একাংশের উদ্দেশ্যে তাঁর করা মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থী তৃণমূল সাংসদ। এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লিখেছেন, "কারও ভাবাবেগে আঘাত দিয়ে থাকলে ক্ষমা চাইছি। আমি আমার মন্তব্য প্রত্যাহার করছি। আমি বরাবর মহিলাদের অধিকার ও কল্যাণের পক্ষে থেকেছি এবং ভবিষ্যতেও থাকব।"

Advertisment

ঠিক কী এমন বলেছিলেন কাকলি, যা ঘিরে এত বিতর্ক তৈরি হয়?

একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোয় গিয়ে মহিলা চিকিৎসকদের একাংশকে নিয়ে মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেছিলেন, "ছাত্রীদের কোলে বসিয়ে পাশ করিয়ে দেওয়ার একটা চল শুরু হয়েছিল। যার আমি তীব্র নিন্দা করি, ঘৃণা করি। আমার ছেলেরাও নিন্দা করেছিল বলে ওদের কম নম্বর দিয়েছিল। কিন্তু আজ তাঁরা এখন প্রথিতযশা চিকিৎসক। তবে কোলে বসিয়ে পাশ করিয়ে দেওয়ার চলটা যে এখন এখানে এসে দাঁড়াবে, মুখ খোলার সাহস করলে তাঁর থিসিস আটকে দেওয়া হবে, এটা ভাবতেও পারিনি।"

এদিকে মহিলা চিকিৎসকদের নিয়ে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের এমন মন্তব্যে বিতর্কের ঝড় বয়ে যায়। সমাজের বিভিন্ন মহলে ওঠে প্রতিবাদ। এমনকী ইন্ডিয়ান সাইক্রিয়াটিক সোসাইটির চিকিৎসকেরা বিবৃতি দিয়ে জানান, কাকলি ঘোষ দস্তিদারের এই মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। সাংসদের মন্তব্যে চিকিৎসকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। প্রবল সমালোচনার মুখে পড়ে শেষমেষ নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বাধ্য হলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

আরও পড়ুন- Shiksha Ratna: অভূতপূর্ব তৎপরতায় শিক্ষার সংজ্ঞাটাই বদলে দিয়েছেন! বেনজির প্রয়াসে প্রধান শিক্ষকের ঝুলিতে বিরাট সম্মান!

আরও পড়ুন- Kolkata Metro: কলকাতা মেট্রোয় এ যেন সোনার ইতিহাস! নজিরবিহীন কীর্তির শিখরে বাঙালির গর্বের পাতালরেল

RG Kar Medical College TMC MP Doctor
Advertisment