Shiksha Ratna Award 2024: রাজ্যের শিক্ষার মানদণ্ডে পূর্ব মেদিনীপুর জেলার নাম বরাবারই প্রথম সারিতে থাকে। এবার জেলার শিক্ষামহলের মুকুটে নতুন রত্ন যোগ করলেন এক শিক্ষক। ২০২৪ সালের 'শিক্ষারত্ন' সম্মান পেলেন পাঁশকুড়ার ঘোষপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সুপ্রতীম মান্না। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্র-ছাত্রীদের শুধু পাঠক্রমের শিক্ষাদান নয়, সামাজিক শিক্ষাদানের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।
আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে এই প্রধান শিক্ষকের হাতে 'শিক্ষারত্ন' সম্মান তুলে দেওয়া হবে। পাঁশকুড়ার ঘোষপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সুপ্রতীম মান্না স্কুলের ছাত্র-ছাত্রীদের ক্লাসের বিষয়ভিত্তিক পঠন-পাঠনের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা, স্বাস্থ্য ও সামাজিক বিষয় শিক্ষাদানের ব্যবস্থা গ্রহণ করে চলেছেন দীর্ঘদিন ধরেই। বিদ্যালয় চত্বরে প্লাস্টিক বর্জন, চারা গাছ রোপন থেকে শুরু করে তার পরিচর্যা করার অভ্যাস পড়ুয়াদের মধ্যে বছরের পর বছর গড়ে তুলতে বরাবরই অগ্রণী ভূমিকায় থাকেন তিনি।
পড়ুয়াদের মধ্যে সামাজিক অভ্যাস তৈরিতেও অনন্য ভূমিকা রয়েছে তাঁর। প্রধান শিক্ষকের নজরদারিতে স্কুল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে পড়ুয়াদের হাত ধোয়ার অভ্যাস তৈরি হয়েছে। এককথায় প্রধান শিক্ষকের নিদারুণ তৎপরতায় এই স্কুলের পড়ুয়ারা সমাজবদ্ধ হতেও শিখছে। তাদের আচার-আচরণে এই ছাপ স্পষ্ট হয়েছে। ছাত্রছাত্রীদের শৃঙ্খলা ও তেজদীপ্ত করার লক্ষ্যে প্রধান শিক্ষক ও তাঁর সহকারি শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা যথেষ্ট। শিক্ষাকে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ডিজিটাল ক্লাস রুমও চালু হয়েছে এই স্কুলে।
আরও পড়ুন- Women Protection: চোখ খুলে দিয়েছে আরজি কর! নারী সুরক্ষায় পুলিশের যুগান্তকারী পদক্ষেপ এই জেলায়
বিদ্যালয় পাঠক্রমের শিক্ষা ছাড়াও ছাত্র-ছাত্রীদের অন্যান্য বিষয়ে শিক্ষাদান চলে স্কুলটিতে। স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার পাশাপাশি স্কুলের নিরাপত্তায় স্কুল চত্বরে ইনস্টল করা হয়েছে সিসিটিভি। স্কুলের স্মার্ট ক্লাসের পাশাপাশি সাউন্ড সিস্টেমের মধ্যে শিক্ষাদানের পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এই স্কুলের ছাত্রদের নিয়ে গঠন করা ফুটবল টিম রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও স্কুল ভিত্তিক টুর্নামেন্টে সফলতার চাপ রেখেছে। স্কুলে পড়ুয়াদের আত্মরক্ষার কৌশল শেখাতে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হয়। বাল্যবিবাহ রোধে স্কুলে নিয়ম করে প্রোগ্রাম করা হয়।
স্কুলে পাঠক্রমে শিক্ষাদানের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের অন্যান্য বিষয়ে শিক্ষিত করে তোলার অগ্রণী ভূমিকা পালনে ২০২৪ সালের 'শিক্ষারত্ন' সম্মান পেলেন প্রধান শিক্ষক সুপ্রতীম মান্না। এ বিষয়ে তিনি বলেন, 'এই সম্মান আরও দায়িত্ব বাড়িয়ে দিল। শিক্ষকতা জীবনে অনেকের কাছ থেকে নানাভাবে সমৃদ্ধ হয়েছি। সবাইকে ধন্যবাদ। সহকর্মীরা ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অভিভাবকেরা পাশে না দাঁড়ালে এই সম্মান পাওয়া হত না। ছাত্র-ছাত্রীদের শিক্ষা, স্বাস্থ্য, শৃঙ্খলাবোধ, সংস্কৃতি ও সামাজিক মানোন্নয়নের কাজে নিজেকে নিয়োজিত রাখব আজীবন।"
আরও পড়ুন- Price Hike: উৎসবের মরশুম শুরুর মুখেই বিরাট ধাক্কা! আবারও বাড়ল গ্যাসের দাম