Advertisment

Kolkata Metro: কলকাতা মেট্রোয় এ যেন সোনার ইতিহাস! নজিরবিহীন কীর্তির শিখরে বাঙালির গর্বের পাতালরেল

Kolkata Metrorail: আরও এক নজিরবিহীন কীর্তি কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের। যাত্রীদের দারুণ সাড়ায় অভূতপূর্ব রেকর্ড স্থাপন মেট্রো রেলের। কলকাতা মেট্রো রেলওয়ের তরফে রীতিমতো বিবৃতি দিয়ে গর্বের এই ঘোষণা করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
74 trains will run on Orange Line of Kolkata Metro from 5th August 2024, কলকাতা মেট্রো, মেট্রোরেল, কবি সুভাষ-রুবি রুট

প্রতীকী ছবি।

Kolkata Metro: আরও এক নজিরবিহীন কীর্তির শিখর স্পর্শ কলকাতা মেট্রোর। বিশাল সংখ্যক যাত্রী পরিবহণের মাধ্যমে ফের এক যুগান্তকারী কীর্তি গড়ে ফেলে সারা দেশেই দারুণ চর্চায় কলকাতা মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ। মেট্রোরেলের এই নজিরবিহীন সাফল্যের কথা রীতিমতো বিবৃতি দিয়ে ঘোষণা করেছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

Advertisment

গতকাল অর্থাৎ ৩১ আগস্ট, ২০২৪-এ একদিনেই মেট্রোরেল এক কোটিরও বেশি টাকা আয় করেছে। গত ৩১ আগস্ট ২০২৪ তারিখে কলকাতা মেট্রোর ব্লু লাইন গ্রিন লাইন ১ এবং গ্রিন লাইন ২-এ প্রায় ৬ লক্ষ ৭৫ হাজার যাত্রী যাতায়াত করেছিলেন। গতকাল শুধু ব্লু লাইনে যাত্রী সংখ্যা ছিল প্রায় ৫ লাখ ৭৫ হাজার। মেট্রোরেলের গ্রিন লাইন ১ এবং ২-এ যথাক্রমে প্রায় ৫০ হাজার করে যাত্রী যাতায়াত করেছিলেন গত ৩১ অগাস্ট।

বিপুল সংখ্যক এই যাত্রী পরিবহণের মাধ্যমে মেট্রো স্টেশনগুলির টিকিট কাউন্টার এবং অনলাইন রিচার্জ থেকে গতকাল মেট্রো রেল বিরাট টাকা আয় করেছে। শুধুমাত্র গতকালই ১ কোটিরও বেশি টাকা কলকাতা মেট্রোর ঝুলিতে এসেছে। গতকাল শনিবার থাকায় অরেঞ্জ এবং পার্পল লাইনে মেট্রোরেলের পরিষেবা বন্ধ ছিল। তা সত্ত্বেও বেনজির এই কীর্তির মাইলফলক ছুঁয়ে স্বভাবতই উচ্ছ্বসিত কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ।

আরও পড়ুন- Shiksha Ratna: অভূতপূর্ব তৎপরতায় শিক্ষার সংজ্ঞাটাই বদলে দিয়েছেন! বেনজির প্রয়াসে প্রধান শিক্ষকের ঝুলিতে বিরাট সম্মান!

শহরতলির একটি বড় অংশের যাত্রীর কাছে কলকাতা মেট্রো কার্যত লাইফলাইন। শহরতলির যাত্রীরা প্রতিদিন মেট্রোয় চেপে কলকাতার বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। তবে গতকাল কলকাতা মেট্রো যে রেকর্ড অঙ্কের টাকা আয় করেছে তা কার্যত নজিরবিহীন। সংস্থার তরফে এই গর্বের ঘোষণা রীতিমতো বিবৃতি দিয়ে করা হয়েছে।

আরও পড়ুন- Women Protection: চোখ খুলে দিয়েছে আরজি কর! নারী সুরক্ষায় পুলিশের যুগান্তকারী পদক্ষেপ এই জেলায়

আরও পড়ুন- Price Hike: উৎসবের মরশুম শুরুর মুখেই বিরাট ধাক্কা! আবারও বাড়ল গ্যাসের দাম

Metro Howrah Metro Staion kolkata metro
Advertisment