Advertisment

Kali Puja Weather: বেলা গড়ালেই ম্যাজিকের মতো বদল আবহাওয়ায়? কালীপুজোয় বিকেল থেকেই ঝেঁপে বৃষ্টি?

Kali Puja Weather Update: আজ কালীপুজো। গত কয়েকদিন ধরেই কালীপুজোর আবহাওয়া নিয়ে জোরদার চর্চা চলছিল। আজ সকাল থেকে জেলায়-জেলায় রোদ ঝলমলে আবহাওয়া। দিনভর এমনই থাকবে পরিস্থিতি?

author-image
IE Bangla Web Desk
New Update
Kali Puja Weather Forecast, winter, কালীপুজোর আবহাওয়ার পূর্বাভাস, শীত, rain,Kali Puja Weather,Bengal Weather Forecast,Kali Puja 2024, temperature fall,কালীপুজো ২০২৪

Kali Puja Weather Update: কালীপুজোর আবহাওয়া নিয়ে লেটেস্ট আপডেট জানুন।

Kali Puja Weather Forecast: গত কয়েকদিন ধরেই আজ কালীপুজোয় (Kali Puja 2024) আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা ছিল। আজ কালীপুজোয় দিনভর কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? সেই সঙ্গে আগামী সপ্তাহখানেক গোটা রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া?

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ কালীপুজোয় রাজ্যের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। যদিও সেই বৃষ্টি কোনওভাবেই বড়সড় অস্বস্তির কারণ হবে না। সুতরাং কালীপুজোয় বৃষ্টি নিয়ে বড় কোনও উদ্বেগের বিন্দুমাত্র কারণ নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী সপ্তাহখানেক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আজ কালীপুজোয় শহর কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালও। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মোটের উপর আগামী ৫ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন- Kali Puja 2024: যতবার মন্দিরের দরজা লাগানো হয়, ততবারই ভেঙে যায়, ডাকাত কালীবাড়ির গা ছমছমে ইতিহাস!

আরও পড়ুন- New Train Ticket Booking Rules: ভ্রমণে এবার বিরাট রদবদল! কতটা উপকৃত হবেন যাত্রীরা? রোখা যাবে কালোবাজারি?

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও। মনোরম আবহাওয়ায় দেদার মজায় পাহাড় বেড়াচ্ছে পর্যটকের দল। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী দিন সাতেক উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে কোথাও-কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কালীপুজোর দিন উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিংয়ের (Darjeeling) কোনও কোনও জায়গায় বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- Sandip Ghosh: 'ভাঁড়ে মা ভবানী' দশা সন্দীপের? FD ভাঙতে চান শুনে CBI কী বলল জানেন?

weather Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather Kalipuja 2024
Advertisment