/indian-express-bangla/media/member_avatars/2024/12/31/2024-12-31t044624928z-img-20241202-wa00852.jpg )
/indian-express-bangla/media/media_files/caWz8xDhhxfVdkarmE8M.jpg)
Indian Railway: নয়া নিয়মে যাত্রীদের দারুণ সুবিধা হবে বলে আশাবাদী রেল।
New Train Ticket Booking Rules: যাত্রীদের সুবিধার্থে এর আগেও নানাবিধ পদক্ষেপ করতে দেখা গিয়েছে ভারতীয় রেলকে। এবার রেলের টিকিট কাটার ক্ষেত্রে লাগু হতে চলেছে নয়া নিয়ম। আগামীকাল অর্থাৎ ১ লা নভেম্বর থেকে ৬০ দিনের আগে আর অগ্রিম টিকিট বুক করা যাবে না। সব যাত্রী যাতে টিকিট পেতে পারেন, বুকিং-এর ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য এই বদল আনা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় রেল।
আগেই রেলের তরফে অগ্রিম সংরক্ষণের সময়সীমা ১২০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করা হয়েছে। এই পরিবর্তনের মূল উদ্দেশ্য টিকিটের কালোবাজারি রোধ করার পাশাপাশি প্রকৃত ভ্রমণের চাহিদাকে উৎসাহিত করা এবং সকল যাত্রীদের জন্য টিকিটের প্রাপ্যতা বৃদ্ধি করা।
সম্প্রতি পরিসংখ্যান অনুসারে, ৬০ দিনের বেশি সময়ের জন্য বুকিং করা রিজারভেশন টিকেটের প্রায় ২১% বাতিল হয়েছে। পাশাপাশি ৫% যাত্রী টিকিট বাতিল না করলেও ওই নির্দিষ্ট দিনে যাত্রা করেন নি। এই ধরণের প্রবণতার পরিপ্রেক্ষিতে রেল বোর্ড এই নতুন নিয়ম লাগু করেছে যা বিশেষ ভ্রমণের সময়ে যাত্রীদের আরও মসৃণ যাত্রার সুবিধা প্রদান করবে।
১০০ ভরি সোনায় সাজবে নৈহাটির বড়মা, রয়েছে বাড়ি বসেই পুজো দেওয়ার অভাবনীয় সুযোগ
নতুন ৬০ দিনের অগ্রিম রিজার্ভেশন বুকিং নিয়মের ফলে যাত্রীরা বেশ কিছু সুবিধা পেতে চলেছেন। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, নয়া নিয়মের ফলে টিকিট প্রাপ্যতা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বাতিল টিকিটের সংখ্যাও কমবে, যা প্রকৃত যাত্রীদের বিশেষ ভাবে কাজে আসবে। পাশাপাশি ছোট বুকিং উইন্ডো থাকার ফলে যাত্রীরা সুনির্দিষ্ট সময়ে তাদের ভ্রমণ পরিকল্পনা করতে পারবেন। পাশাপাশি সকলেই সমান পরিষেবার সুযোগ পাবেন।
৩১শে অক্টোবরের আগে ১২০ দিনের অগ্রিম রিজারভেশন নিয়ম অনুসারে সমস্ত বুকিং বৈধ থাকবে বলেও রেলের তরফে জানানো হয়েছে। সেই সঙ্গে রেল জানিয়েছে বিদেশী পর্যটকদের জন্য ৩৬৫ দিনের রিজারভেশন অপরিবর্তিত থাকছে।