RG Kar Case-Sandip Ghosh: আরজি কর কাণ্ডে (RG Kar Incident) গ্রেফতার হওয়ার পর বর্তমানে জেলে রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বর্তমানে আর্থিকভাবে বেশ কিছু সমস্যার মুখে পড়েছেন তিনি। এই পরিস্থিতিতে ব্যাঙ্কে থাকা ফিক্সড ডিপোজিট ভাঙতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন সন্দীপ ঘোষ। তবে সন্দীপের এই আবেদনের তীব্র বিরোধিতায় সরব হয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI।
কেন্দ্রীয় তদন্ত সংস্থা সূত্রে জানা গিয়েছে, সন্দীপ ঘোষ ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) ব্যাপারেও এবার তদন্ত শুরু করতে চায় তাঁরা। সেই কারণেই এখনই সন্দীপ ঘোষের (Sandip Ghosh) ফিক্সড ডিপোজিট ভাঙার ব্যাপারে সায় নেই তদন্তকারীদের।
আরজি কর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। দিনের পর দিন ধরে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে সীমাহীন দুর্নীতি চলেছে বলে অভিযোগ। চিকিৎসার সরঞ্জাম কেনা থেকে শুরু করে হাসপাতালের বর্জ্য পাচার, মৃতদেহ পাচারের মতো মারাত্মক সব অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। বছরের পর বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি চালিয়ে সন্দীপ ঘোষ কোটি-কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে দাবি তদন্তকারীদের।
আরও পড়ুন- Digha: কলকাতা থেকে দিঘা যাওয়ার 'নতুন রুট'! বাম্পার প্ল্যান! নিমেষে পৌঁছোতে পারেন সমুদ্রনগরীতে
আরও পড়ুন- Kali Puja 2024: আকাশে ঘুরবে ড্রোন চড়কি, ছাতা খাটাবে ফুলঝুড়ি! কালীপুজোয় আসতবাজির চোখ ধাঁধানো কালেকশন!
আরও পড়ুন- Diwali Special Metro Kolkata: কালীপুজোয় যাত্রী স্বার্থে দুরন্ত উদ্যোগ কলকাতা মেট্রোর, নির্বিঘ্নে কালীঘাট, দক্ষিনেশ্বর দর্শন
সন্দীপ ঘোষ কলকাতা হাইকোর্টে জানিয়েছেন, তাঁর আর্থিক পরিস্থিতি এখন ভালো নয়। এমনকী মামলা চালাতে যে টাকার খরচ হচ্ছে সেই টাকার জোগাড় করাও তাঁর পক্ষে দিনে দিনে অসম্ভব হয়ে পড়ছে বলে দাবি তাঁর। সেই কারণেই ব্যাঙ্কে রাখা ফিক্সড ডিপোজিটগুলি ভাঙতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন সন্দীপ। তবে সন্দীপ ঘোষের ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট ভাঙার আবেদনে সায় নেই সিবিআইয়ের। কলকাতা হাইকোর্ট আগামী সোমবার এই ব্যাপারে তাঁদের অবস্থান স্পষ্ট করবে।