Sujay krishna Bhadra: হাইকোর্টে স্বস্তি 'কালীঘাটের কাকু'র, নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন সুজয় কৃষ্ণ ভদ্রের

Sujay krishna Bhadra got interim bail: নিয়োগ দুর্নীতিতে ইডির দায়ের করা মামলায় আগেই জামিন পেয়েছিলেন 'কালীঘাটের কাকু'। এবার সিবিআইয়ের দায়ের করা মামলাতেও মিলল জামিন।

author-image
IE Bangla Web Desk
New Update
kalighater kaku sujay krishna bhadra manipulated share market price related to his companies says ed , কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র শেয়ারদর কারচুপি ইডি

Sujay krishna Bhadra: সুজয়কৃষ্ণ ভদ্র।

Kalighater Kaku alias Sujay krishna Bhadra got interim bail in recruitment scam case: নিয়োগ দুর্নীতির ED-র দায়ের করা মামলায় আগেই জামিন পেয়েছিলেন 'কালীঘাটের কাকু' ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। এবার নিয়োগ দুর্নীতির CBI-এর দায়ের করা মামলাতেও অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে গেলেন সুজয় কৃষ্ণ ভদ্র। শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে তাঁকে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। সেই সঙ্গে উচ্চ আদালত জানিয়ে দিয়েছে, চিকিৎসা সংক্রান্ত এবং মানবিক কারণেই অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে অভিযুক্তকে।

Advertisment

নিয়োগ দুর্নীতির ED-এর দায়ের করা মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। এবার একই দুর্নীতিতে CBI-এর দায়ের করা মামলাতেও অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে গেলেন 'কালীঘাটের কাকু' ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। শর্তসাপেক্ষে মঙ্গলবার সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

নিয়োগ দুর্নীতির মামলায় এবার অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পেতে চলেছেন 'কালীঘাটের কাকু' ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। তবে জামিন পেলেও এক্ষেত্রে বেশ কিছু শর্ত মানতে হবে সুজয় কৃষ্ণ ভদ্রকে। চিকিৎসা সংক্রান্ত এবং মানবিক কারণে তাঁকে জামিন দিয়েছে আদালত। চিকিৎসা সংক্রান্ত কারণ ছাড়া কোনও ব্যক্তি কিংবা কোনও রাজনৈতিক ব্যক্তির সঙ্গে দেখা করতে পারবেন না তিনি । এছাড়াও তাঁর সঙ্গে রাখা মোবাইল ফোনগুলির নম্বর CBI-কে দিয়ে রাখতে হবে তাঁকে। আপাতত এই অন্তর্বর্তীকালীন জামিন নির্দেশ বলবৎ থাকবে মার্চ মাসের শেষ পর্যন্ত। আগামী ২০ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে হাইকোর্টে।

আরও পড়ুন- West Bengal News Live:আরও ফ্যাসাদে শুভেন্দু! সাসপেন্ডের পর বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ

Advertisment

উল্লেখ্য, প্রেডিডেন্সি জেলে থাকাকালীন বারবার অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে 'কালীঘাটের কাকু'কে। সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক নানাবিধ সমস্যা রয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। বারবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই তাঁর জামিনের আবেদন করেছেন আইনজীবী। অবেশেষে সুজয় কৃষ্ণ ভদ্রের আবেদনে সাড়া দিয়েছেন বিচারপতিরা। 

আরও পড়ুন- Sheikh Hasina: 'জঙ্গি ইউনুসের হাত থেকে দেশকে রক্ষা করব, বাংলাদেশে জঙ্গিবাদ চলবে না', ফের সোচ্চার হাসিনা

cbi Recruitment Scam Bengali News Today kalighater kaku Sujaykrishna Bhadra news in west bengal news of west bengal