Sujay Krishna Bhadra: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার CBI-এর হাতে গ্রেফতার 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র (Sujaykrishna Bhadra)। মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজিরা দিয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। সেই হাজিরার পরপরই সংশোধনাগারে গিয়ে তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে তাঁকে। গ্রেফতারের পরেই ফের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী।
উল্লেখ্য, সম্প্রতি ED-র মামলায় দিন কয়েক আগেই কলকাতা হাইকোর্ট জামিন দেয় কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে। শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন তিনি। সুজয়কৃষ্ণের জামিনের পরেই সিবিআই তাকে গ্রেফতার করতে তৎপর হয়ে ওঠে। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হতে পারেন আশঙ্কা করে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন কালীঘাটের কাকু। উচ্চ আদালতে তার সেই আবেদন খারিজ হয়ে যায়।
কালীঘাটের কাকুকে আদালতে হাজির করানোর জন্য পরোয়ানা জারি হয়। তবে বারবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কোর্টে হাজিরা এড়িয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। মঙ্গলবার সংশোধনাগারে গিয়েই তাকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে তাকে।
নিয়োগ দুর্নীতি মামলার বিষয়টি প্রকাশ্যে আসার পরেই 'কালীঘাটের কাকু'কে নিয়ে জোরদার চর্চা শুরু হয়ে যায়। রাজ্যের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণের যোগাযোগ রয়েছে বলে দাবি করে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলি। তবে বারবার কালীঘাটের কাকুকে গ্রেফতার করতে গিয়ে নানা জটিলতার সম্মুখীন হতে হয় কেন্দ্রীয় সংস্থাকে। ইডির মামলায় সম্প্রতি শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। যদিও এবার সিবিআই তাকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন- Rahul Sinha: 'উগ্রবাদী শক্তির ইন্ধনদাতা ফিরহাদ', NIA তদন্তের দাবিতে সোচ্চার রাহুল
সংশোধনাগারে গিয়ে মঙ্গলবার 'কালীঘাটের কাকু' ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে শ্যোন অ্যারেস্ট দেখায় সিবিআই। এবার আদালতের নির্দেশে কালীঘাটের কাকুকে আপাতত শনিবার পর্যন্ত হেফাজতে পেয়ে গেল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। বারবার অসুস্থতার কারণ দেখিয়ে আদালত হাজিরা এড়িয়েছেন কালীঘাটের কাকু। আজ ভার্চুয়াল শুনানিতে হাজিরা দেন তিনি। তারপরেই সংশোধনাগারে গিয়ে তাকে গ্রেফতার করে সিবিআই। কালীঘাটের কাকুর অসুস্থতার কারণ জানতে তাঁর মেডিকেল টেস্ট করা হতে পারে।