Kaushiki Amavasya 2025:শুক্রবার কৌশিকী অমাবস্যা! সেজে উঠেছে তারাপীঠ, নিরাপত্তার চাদরে মন্দির নগরী

Tarapith: প্রতি বছর কৌশিকী অমাবস্যার পুণ্য তিথিতে সিদ্ধপীঠ তারাপীঠে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় হয়। এবারও রেকর্ড সংখ্যাক পুণ্যার্থী মন্দিরে পুজো দিতে যাবেন বলে মনে করা হচ্ছে।

Tarapith: প্রতি বছর কৌশিকী অমাবস্যার পুণ্য তিথিতে সিদ্ধপীঠ তারাপীঠে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় হয়। এবারও রেকর্ড সংখ্যাক পুণ্যার্থী মন্দিরে পুজো দিতে যাবেন বলে মনে করা হচ্ছে।

author-image
Ashis Kumar Mondal
New Update
Kaushiki Amavasya 2025  ,Tarapith,  Maa Tara,  devotees gathering  ,Maha Smashan , Tantric rituals,  security arrangements,  Birbhum district police,কৌশিকী অমাবস্যা ২০২৫,  তারাপীঠ,  মা তারা  ,পুন্যার্থী ভিড়,  মহাশ্মশান,  তন্ত্রসাধনা,  নিরাপত্তা ব্যবস্থা  ,বীরভূম জেলা পুলিশ

Tarapith Temple: তারাপীঠে পুণ্যার্থীদের ভিড় বাড়ছে।

Kaushiki Amavasya 2025-Tarapith: আগামিকাল ২২ আগষ্ট কৌশিকী অমাবস্যা। কথিত আছে এই কৌশিকী আমাবস্যার রাতে তারাপীঠের মহাশ্মশানে সাধনা করে মা তারার দর্শন পেয়েছিলেন সাধক বামদেব। সেই উপলক্ষে প্রতি বছর এই দিনটিতে কয়েক লক্ষ পুণ্যার্থীর ভিড় হয় তারাপীঠে। তারই প্রস্তুতি চলছে জোরকদমে।

Advertisment

সিদ্ধপীঠ তারাপীঠ। তারাপীঠে মা তারার মন্দিরের পাশেই দ্বারকা নদীর পাড়ে রয়েছে তারাপীঠ মহাশ্মশান। কথিত আছে, তারাপীঠের এই মহাশ্মশানের পঞ্চমুন্ডির আসনে বসে সপ্তঋষি বশিষ্ট মুনি তপস্যা করে মা তারার দর্শন পেয়েছিলেন। তারপর কৌশিকী অমাবস্যার তিথিতেই এই শ্মশানের শ্বেতশিমুল গাছের নীচে সাধনা করে মা তারার দর্শন পেয়ে সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামদেবও। 

সেই সময় থেকেই মহাসমারোহে কৌশিকী অমাবস্যা পালিত হয়ে আসছে তারাপীঠে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কৌশিকী অমাবস্যার তিথিতে তারাপীঠের মহাশ্মশানে তন্ত্রসাধনা করতে আসেন বহু তন্ত্রসাধক। মহাশ্মশানে জ্বলে ওঠে হাজারে হাজারে হোমকুণ্ড। মা তারার দর্শন পেতে এবং সাধনায় সিদ্ধিলাভ পাওয়ার আশায় তারাপীঠে এসে ভিড় জমান তন্ত্রসাধক থেকে সাধারণ পূর্ন্যার্থীরাও।

Advertisment

আরও পড়ুন- Digha:দিঘার সমুদ্র পাড়ে হইহই কাণ্ড! এমন দৃশ্য দেখে হতভম্ব পর্যটকরা!

এই বছর ২২ আগষ্ট শুক্রবার বেলা ১১ টা ৫৬ মিনিটে কৌশিকী অমাবস্যার তিথি শুরু হচ্ছে। অমাবস্যার এই তিথি চলবে পরের দিন অর্থাৎ ২৩ আগষ্ট শনিবার  বেলা ১১ টা ২৪ মিনিট পর্যন্ত। মন্দির কমিটির আশা, এই বছর প্রায় ৪ থেকে ৫ লক্ষেরও বেশি পুণ্যার্থী তারাপীঠ মন্দিরে আসবেন।

আরও পড়ুন- Naushad Siddiqui:'লড়াই সবে শুরু', জামিনে মুক্তির পর রাজ্যকে তুলোধনা নওশাদের

সেই উপলক্ষে সেজে উঠছে তারাপীঠ। তারাপীঠে আসা পুণ্যার্থীরা যাতে নির্বিঘ্নে মা তারার পুজো দিতে পারেন তার জন্য সব রকম ব্যবস্থা করেছে বীরভূম জেলা পুলিশ ও তারাপীঠ মন্দির কমিটি। তারাপীঠ মন্দিরে ঢোকার পথগুলিতে বসানো হচ্ছে মেটাল ডিটেক্টর গেট।

আরও পড়ুন- Suvendu-Abhishek:ডায়মন্ড হারবারে অভিষেকের ৭ লাখ ভোটে জয় নিয়ে তোলপাড় ফেলা অভিযোগ শুভেন্দুর

তারাপীঠ মন্দির ও তারাপীঠ মন্দির এলাকা জুড়ে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। মন্দিরের গর্ভগৃহে প্রবেশের জন্য তৈরী করা হচ্ছে অস্থায়ী বাঁশের ব্যারিকেড। মন্দির কমিটির পক্ষ থেকে ১৭৫ জন বেসরকারি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হচ্ছে। বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে রাজ্য পুলিশের ৩০০ আধিকারিক সহ ১০০০ জন পুলিশ কর্মী এবং ১৭০০ সিভিক ভল্যান্টিয়ার মোতায়েন করা হচ্ছে। 

আরও পড়ুন-Dilip Ghosh: মিটে গেল মান-অভিমান দ্বন্দ্ব! আগামীকালের মোদীর সভায় থাকবেন দিলীপ ঘোষ?

এছাড়াও থাকবে মহিলা ও সাদা পোশাকের পুলিশ। তারাপীঠ এলাকা জুড়ে ২০০ টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পুলিশের নজরদারির জন্য ১০ টি অস্থায়ী ওয়াচ টাওয়ার তৈরী করা হয়েছে। যানবাহন নিয়ন্ত্রণের জন্য ৩৭ টি ড্রপগেট করা হয়েছে। আজ বিকেল চারটের পর তারাপীঠে কোন যানবাহন ঢুকতে করতে দেওয়া হবে না। 

রামপুরহাট-তারাপীঠ রাস্তার আটলা মোড় পর্যন্ত সমস্ত যানবাহন চলাচল করতে পারবে। সেখান থেকে যানবাহন ঘুড়িয়ে দেওয়া হবে চাকপাড়ার দিকে। অন্যদিকে ১৪ নম্বর জাতীয় সড়কে রামপুরহাটের মুনসুবা মোড়, চাকপাড়া মোড়, মল্লারপুরের আম্বা মোড়, বাহিনা মোড় তারাপীঠ থানার বেসিক মোড়ে কারপার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই তারাপীঠের হোটেল ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক  করেছে বীরভূম জেলা প্রশাসন। 

আরও পড়ুন- Naushad Siddiqui:'পুলিশ দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না', আদালতের পথে সোচ্চার নওশাদ সিদ্দিকী

আবাসিকদের কাছ থেকে যাতে অতিরিক্ত হোটেল ভাড়া না নেওয়া হয় তার জন্য হোটেল ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি তারাপীঠে অলিতে গলিতে যাতে দমকল বাহিনীর গাড়ী যাতায়াত করতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। পানীয় জলের সমস্যা মেটাতে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ ও জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ থেকে পানীয় জলের পাউচ বিতরন করা হবে।

Tarapith Kaushiki Amavasya Security