Padma Shri recovered:দুরন্ত তৎপরতায় পদ্মশ্রী-সহ তিনশোর বেশি পদক উদ্ধার, আপ্লুত বিশ্ববরেণ্য বাঙালি সাঁতারু!

Padma Shri recovered: দেশ-বিদেশ থেকে পাওয়া তিনশোর বেশি পদক খুইয়ে ভেঙে পড়েছিলেন বিশ্বখ্যাত বাঙালি সাঁতারু।

Padma Shri recovered: দেশ-বিদেশ থেকে পাওয়া তিনশোর বেশি পদক খুইয়ে ভেঙে পড়েছিলেন বিশ্বখ্যাত বাঙালি সাঁতারু।

author-image
Uttam Dutta
New Update
Bula Chowdhury  ,Padma Shri recovered,  medals recovered,  medal theft,  national swimmer,  Hindmotor,Rishra  ,Chandannagar Police Commissionerate,  museum plan  West Bengal,বুলা চৌধুরী,  পদ্মশ্রী উদ্ধার,  পদক উদ্ধার,  পদক চুরি  ,জাতীয় সাঁতারু  ,হিন্দমোটর , রিষড়া  ,চন্দননগর পুলিশ কমিশনারেট  ,সংগ্রহশালা  ,পশ্চিমবঙ্গ

Padma Shri recovered: পদ্মশ্রী-সহ তিনশোর বেশি পদক উদ্ধার।

অবশেষে পদ্মশ্রী উদ্ধার। গত সপ্তাহে হিন্দমোটর দেবাইপুকুরের বাড়ি থেকে প্রায় সমস্ত মেডেল চুরি হয়ে গিয়েছিল জাতীয় সাঁতারু বুলা চৌধুরীর। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে পুলিশ জানাল সব কটি স্মারক উদ্ধার করা সম্ভব হয়েছে। পদ্মশ্রী সহ বাকি দুষ্প্রাপ্য মেডেল গুলো মিলেছে।

Advertisment

রিষড়া থেকে মোহাম্মদ শামিম নামে এক যুবককে গ্রেফতার করে পদ্মশ্রী সহ মোট ১৩ টি মেডেল উদ্ধার হয়েছে। সব মিলিয়ে মোট ৩০৮টি মেডেল উদ্ধার করা হয়েছে। 

উল্লেখ্য, চুরির ২৪ ঘন্টার মাথায় রিষড়া থেকেই কৃষ্ণ চৌধুরী নামে এক যুবককে ধরে ২৯৫টি মেডেল উদ্ধার করেছিল পুলিশ। সব দেখে বুলা পুলিশকর্মীদের অকুণ্ঠ প্রশংসাতে ভরিয়ে দেন।

Advertisment

প্রাক্তন এই সাঁতারুর বিশ্বজোড়া খ্যাতি। দেশ-বিদেশ থেকে বহু মেডেল তিনি অর্জন করেছিলেন। তিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিত। এহেন একজন খ্যাতনামা সাঁতারুর বাড়ির চুরি প্রশাসন কে বিচলিত করে তোলে।

আরও পড়ুন- Kaushiki Amavasya 2025:শুক্রবার কৌশিকী অমাবস্যা! সেজে উঠেছে তারাপীঠ, নিরাপত্তার চাদরে মন্দির নগরী

বুলাও কলকাতার বাড়িতে সব খবর পেয়ে পুরোনো বাড়িতে চলে আসেন। আর চোরেদের কান্ড দেখে তিনি হতাশায় ভেঙে পড়েছিলেন। উত্তরপাড়া থানা, চন্দননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের দুঁদে অফিসারদের দক্ষতায় অবশেষে সব উদ্ধার দেখে যারপরনাই খুশি বুলা এদিন শ্রীরামপুর ডেপুটি কমিশনার অফ পুলিশ অর্ণব বিশ্বাসের অফিসে এসে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করান। 

Bula Chowdhury  ,Padma Shri recovered,  medals recovered,  medal theft,  national swimmer,  Hindmotor,Rishra  ,Chandannagar Police Commissionerate,  museum plan  West Bengal,বুলা চৌধুরী,  পদ্মশ্রী উদ্ধার,  পদক উদ্ধার,  পদক চুরি  ,জাতীয় সাঁতারু  ,হিন্দমোটর , রিষড়া  ,চন্দননগর পুলিশ কমিশনারেট  ,সংগ্রহশালা  ,পশ্চিমবঙ্গ
Bula Chowdhury: চুরি যাওয়া পদক ফিরে পেয়ে যারপরনাই খুশি বুলা চৌধুরী।

আরও পড়ুন- Kolkata Metro:পাতালে স্বপ্নের সংযুক্তি! মিলেমিশে একাকার কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, মেট্রোয় কাল ইতিহাস!

এরই পাশাপাশি তিনি জানান, তাঁর হিন্দমোটরের বাড়িতেই তিনি একটি সংগ্রহশালা খুলতে চান তাঁর প্রাপ্ত উপহার সামগ্রী নিয়ে। এই ব্যাপারে সরকারের সহযোগিতাও চান তিনি।

Bengali News Today padmashree hooghly news