/indian-express-bangla/media/media_files/2025/08/21/medal-2025-08-21-18-16-58.jpg)
Padma Shri recovered: পদ্মশ্রী-সহ তিনশোর বেশি পদক উদ্ধার।
অবশেষে পদ্মশ্রী উদ্ধার। গত সপ্তাহে হিন্দমোটর দেবাইপুকুরের বাড়ি থেকে প্রায় সমস্ত মেডেল চুরি হয়ে গিয়েছিল জাতীয় সাঁতারু বুলা চৌধুরীর। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে পুলিশ জানাল সব কটি স্মারক উদ্ধার করা সম্ভব হয়েছে। পদ্মশ্রী সহ বাকি দুষ্প্রাপ্য মেডেল গুলো মিলেছে।
রিষড়া থেকে মোহাম্মদ শামিম নামে এক যুবককে গ্রেফতার করে পদ্মশ্রী সহ মোট ১৩ টি মেডেল উদ্ধার হয়েছে। সব মিলিয়ে মোট ৩০৮টি মেডেল উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, চুরির ২৪ ঘন্টার মাথায় রিষড়া থেকেই কৃষ্ণ চৌধুরী নামে এক যুবককে ধরে ২৯৫টি মেডেল উদ্ধার করেছিল পুলিশ। সব দেখে বুলা পুলিশকর্মীদের অকুণ্ঠ প্রশংসাতে ভরিয়ে দেন।
প্রাক্তন এই সাঁতারুর বিশ্বজোড়া খ্যাতি। দেশ-বিদেশ থেকে বহু মেডেল তিনি অর্জন করেছিলেন। তিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিত। এহেন একজন খ্যাতনামা সাঁতারুর বাড়ির চুরি প্রশাসন কে বিচলিত করে তোলে।
আরও পড়ুন- Kaushiki Amavasya 2025:শুক্রবার কৌশিকী অমাবস্যা! সেজে উঠেছে তারাপীঠ, নিরাপত্তার চাদরে মন্দির নগরী
বুলাও কলকাতার বাড়িতে সব খবর পেয়ে পুরোনো বাড়িতে চলে আসেন। আর চোরেদের কান্ড দেখে তিনি হতাশায় ভেঙে পড়েছিলেন। উত্তরপাড়া থানা, চন্দননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের দুঁদে অফিসারদের দক্ষতায় অবশেষে সব উদ্ধার দেখে যারপরনাই খুশি বুলা এদিন শ্রীরামপুর ডেপুটি কমিশনার অফ পুলিশ অর্ণব বিশ্বাসের অফিসে এসে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করান।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/08/21/bula-2025-08-21-18-19-48.jpg)
এরই পাশাপাশি তিনি জানান, তাঁর হিন্দমোটরের বাড়িতেই তিনি একটি সংগ্রহশালা খুলতে চান তাঁর প্রাপ্ত উপহার সামগ্রী নিয়ে। এই ব্যাপারে সরকারের সহযোগিতাও চান তিনি।