Sukanta-Kalyan:"তুই তোকারি" থেকে "বাপের ব্যাটা"! কাদা ছোঁড়াছুঁড়ি তুঙ্গে সুকান্ত-কল্যাণের, আজ শ্রীরামপুরে 'হাইভোল্টেজ শো'?

BJP-TMC: সুকান্ত মজুমদার ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তুমুল বাকযুদ্ধ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আজই তিনি যাচ্ছেন শ্রীরামপুরে।

BJP-TMC: সুকান্ত মজুমদার ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তুমুল বাকযুদ্ধ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আজই তিনি যাচ্ছেন শ্রীরামপুরে।

author-image
IE Bangla Web Desk
New Update
Kalyan Bandyopadhyay, Sukanta Majumdar, SIR issue, Trinamool Congress, BJP, West Bengal politics, verbal clash, Shrirampur, Srirampur,Baluarght, election controversy, political confrontation,কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুকান্ত মজুমদার, SIR ইস্যু, তৃণমূল কংগ্রেস, বিজেপি, পশ্চিমবঙ্গ রাজনীতি, বাকযুদ্ধ, শ্রীরামপুর, বালুরঘাট, নির্বাচনী বিতর্ক, রাজনৈতিক দ্বন্দ্ব

Kalyan Bandyopadhyay & Sukanta Majumdar: কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সুকান্ত মজুমদার।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সুকান্ত মজুমদারের তুমুল বাকযুদ্ধে নতুন করে সরগরম রাজ্য রাজনীতি। SIR ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্যে চটে লাল শ্রীরামপুরের বর্ষীয়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাল্টা বালুরঘাটের BJP সাংসদকে আক্রমণ করতে গিয়ে 'তুই তোকারি' পর্যন্ত করেছেন কল্যাণ। তৃণমূল সাংসদকেও কড়া ভাষায় জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। কল্যাণের চ্যালেঞ্জ গ্রহণ করে আজই শ্রীরামপুরে যাচ্ছেন সুকান্ত।

Advertisment

সুকান্ত মজুমদার বলেছিলেন, "SIR নিয়ে কোনও গন্ডগোল হলে রাস্তায় কেন্দ্রীয় বাহিনী নামবে, গুলি চলবে।" এরই পাল্টা তাঁকে আক্রমণ শানিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "একটা ভোটারকে বাদ দিয়ে দেখুক না নির্বাচন কমিশন, স্তব্ধ করে দেব। ওই যে ছোঁড়াটা যে মন্ত্রী হয়েছে, দেখ না CISF যে গুলি নিয়ে চলে...ওই গুলি তোর বুকে লেগে যাবে। ওর মস্তানি বের করে দেব। বালুরঘাটে সেবার ১০ হাজার ভোটে জিতেছে। এবার দেখছি আমরা...বাংলার মানুষকে চিনিস না....উত্তরপ্রদেশ দেখাস! দু'চারটে সুকান্ত হাওয়া দিয়ে উড়ে যাবে। মাটি জীবনে দেখেছে? অফিসে বসে প্রেসের কাছে বক্তৃতা দিচ্ছে, আয় না আমাদের কাছে বক্তৃতা দিতে। আয় তুই শ্রীরামপুরে! তারপর তুই ঘরে ফিরে যাস কীভাবে দেখব!"

আরও পড়ুন- বামফ্রন্টের সঙ্গে হাত মিলিয়ে লড়াইয়ে ISF? জোট নিয়ে কী বললেন নওশাদ?

Advertisment

এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এহেন হুঁশিয়ারির পাল্টা কড়া জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও। তিনি এদিন বলেন, "একজন সাংসদ কেন্দ্রীয় মন্ত্রীকে গুলি করে দেওয়ার হুমকি দিচ্ছেন। এর থেকে বোঝা যায় ওনার মানসিক স্থিতি কী আছে! এদের অবসরেরও বয়স পার হয়ে গেছে। এদের এখন বৃদ্ধাশ্রমে পাঠানো উচিত। বাচ্চাদের মতো কথা বলে, কখন কী বলে তার কোনও ঠিক নেই।"

আরও পড়ুন-Rajeev Kumar: ফের খবরের শিরোনামে রাজীব কুমার, চর্চায় সারদা কেলেঙ্কারি! কী জানাল সুপ্রিম কোর্ট?

তিনি আরও বলেন, "অভিষেক ব্যানার্জিতো এদের ঝেঁটিয়ে বিদেয় করবে দল থেকে। ওনার কত দম আছে তা আমার জানা আছে! পুলিশ সরে যাক না...বাড়ি থেকে বেরোতে পারবেন না। মার খেয়ে মরে যাবে পাবিলকের! এত পয়সা খেয়েছে! বুড়ো বয়সে এমন সব কাজ করেছেন যে ক্যামেরার সামনে বলা যায় না। আমি ওনার চ্যালেঞ্জটা নিচ্ছি, আমি কালই যাচ্ছি ওর এলাকায়। দেখি না কী করে! কত বড় বাপের ব্যাটা হয়েছে দেখব।"

Kalyan Banerjee Sukanta Majumder SIR Bengali News Today