/indian-express-bangla/media/media_files/2025/10/17/rajeev-2025-10-17-13-39-18.jpg)
Rajeev Kumar: রাজীব কুমারের মামলায় কী জানাল শীর্ষ আদালত?
সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রইল সুপ্রিম কোর্টে। সারদা চিটফান্ড দুর্নীতি মামলায় আগেই রাজীব কুমারকে আগাম জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI। এবার শীর্ষ আদালতও রাজীব কুমারের আগাম জামিনের নির্দেশ বহাল রাখল। তবে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার যে মামলা ছিল সেটা বহাল রইল। আগামী ৮ সপ্তাহ পর ফের মামলার শুনানি।
বঙ্গে সারদা দুর্নীতি প্রকাশ্যে আসার পর রাজ্য সরকার তার তদন্তে সিট তৈরি করে। সেই বিশেষ তদন্তকারী দলের অন্যতম সদস্য ছিলেন রাজীব কুমার। পরবর্তী সময়ে সারদা দুর্নীতি মামলার তদন্তভার যায় সিবিআই-এর হাতে। রাজীব কুমার সেই সময় সিবিআইকে তদন্তে সহযোগিতা করেননি বলে বলে অভিযোগ ওঠে। এরপরই রাজীব কুমারকে হেফাজতে নেওয়ার দাবি করে সিবিআই।
এরই মধ্যে ২০১৯ সালে কলকাতা হাইকোর্টে রাজীব কুমার আগাম জামিনের আবেদন করেছিলেন। উচ্চ আদালত তাঁর সেই আবেদন মঞ্জুর করে। পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই।
আরও পড়ুন-Kolkata News: রাজস্থানে খুন করে কলকাতায় আশ্রয়, রুদ্ধশ্বাস অভিযানে জালে ৩ দুষ্কৃতী, পলাতক ১
তবে রাজীব কুমারের আইনজীবীর অভিযোগ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরেও রাজীব কুমারকে এই মামলার তদন্তে একবারও ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি সিবিআই। ৬ বছর পর এর আগে গত সোমবার মামলাটির শুনানি হয়েছে সর্বোচ্চ আদালতে। সেদিন সুপ্রিম কোর্ট সিবিআই-এর এই মামলায় তদন্তের ধরন নিয়ে প্রশ্ন তুলেছিল।
আরও পড়ুন-CBI raid:অতর্কিতে পুলিশের শীর্ষকর্তার বাড়িতে হানা CBI-এর, উদ্ধার টাকার পাহাড়
আজও সেই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে। দুই বিচারপতির বেঞ্চ আজ জানিয়ে দেয়, রাজীব কুমারের ক্ষেত্রে আগাম জামিনের নির্দেশ বহাল থাকছে। তবে তাঁর বিরুদ্ধে হওয়া আদালত অবমাননার মামলাটি চলছে। আট সপ্তাহ পর ফের মামলার শুনানি হবে।