বামফ্রন্টের সঙ্গে হাত মিলিয়ে লড়াইয়ে ISF? জোট নিয়ে কী বললেন নওশাদ?

Left-ISF: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে কী বামেদের সঙ্গে জোট করে লড়তে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট? এবার রাখঢাক উড়িয়ে এই ব্যাপারেই সোজা-সাপ্টা জবাব দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।

Left-ISF: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে কী বামেদের সঙ্গে জোট করে লড়তে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট? এবার রাখঢাক উড়িয়ে এই ব্যাপারেই সোজা-সাপ্টা জবাব দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।

author-image
IE Bangla Web Desk
New Update
CPIM, ISF, West Bengal Assembly Election 2026, Sujan Chakraborty, Naushad Siddiqui, Biman Bose, Left Front alliance, ISF-CPIM coalition, Bengal politics, Opposition unity,সিপিএম, আইএসএফ, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬, সুজন চক্রবর্তী, নওশাদ সিদ্দিকী, বিমান বসু, বামফ্রন্ট, আইএসএফ-সিপিএম জোট, বিরোধী ঐক্য, রাজ্য রাজনীতি

Biman Basu-Naushad Siddiqui: বিমান বসু ও নওশাদ সিদ্দিকী।

বিধানসভা ভোটের আগে নতুন করে রাজনৈতিক চর্চা তৈরি করল বামফ্রন্ট ও আইএসএফের সম্ভাব্য জোট প্রসঙ্গ। ক্রমশ জোরালো হচ্ছে গুঞ্জন — আসন্ন নির্বাচনে সিপিএমের সঙ্গে হাত মেলাতে পারে নওশাদ সিদ্দিকীর ISF?

Advertisment

নওশাদের দাবি, দুর্গাপূজার পর বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু নিজে তাঁর সঙ্গে এই বিষয়ে আলোচনার আশ্বাস দিয়েছিলেন। তবে এখনও পর্যন্ত বামফ্রন্টের তরফে আনুষ্ঠানিক কোনও জোটের বার্তা না আসায় কিছুটা অভিমানী ভাঙড়ের এই বিধায়ক।

আরও পড়ুন- Rajeev Kumar: ফের খবরের শিরোনামে রাজীব কুমার, চর্চায় সারদা কেলেঙ্কারি! কী জানাল সুপ্রিম কোর্ট?

Advertisment

এদিকে সম্প্রতি ভাঙড়ে গিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “তৃণমূল ও BJP-র বিরুদ্ধে লড়াই করতে সব বিরোধী শক্তিকে একত্রিত করাই আমাদের লক্ষ্য।” তিনি আরও জানান, কংগ্রেস তাদের সঙ্গে থাকবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কংগ্রেস নেতৃত্ব, তবে আইএসএফের সঙ্গে তারা জোট করতে আগ্রহী।

আরও পড়ুন- Kolkata News: রাজস্থানে খুন করে কলকাতায় আশ্রয়, রুদ্ধশ্বাস অভিযানে জালে ৩ দুষ্কৃতী, পলাতক ১

বিষয়টি নিয়ে একটি সংবাদমাধ্যমের প্রতিনিধি নওশাদ সিদ্দিক্কীকে প্রশ্ন করলে সোজা সাপ্টা জবাব দিয়েছেন তিনি। ISF বিধায়ক বলেছেন, “সুজন চক্রবর্তী যে বামফ্রন্টের জোটের অংশ, সেই বামফ্রন্টের চেয়ারম্যানকে আমি দু’বার চিঠি দিয়েছি জোটের পক্ষে। বিমান বাবুকে বললেই বিষয়টা তাড়াতাড়ি এগোবে।”

আরও পড়ুন-কালীপুজো ও দীপাবলিতে সবুজ বাজিতে ছাড়, পোড়ানোর সময় বেঁধে দিল কলকাতা পুলিশ

এদিকে, রাজ্য রাজনীতির অন্দরে এখন প্রশ্ন, বামফ্রন্ট ও আইএসএফের এই সম্ভাব্য সমঝোতা কি তৃণমূল ও বিজেপি বিরোধী ভোটকে নতুন রূপ দেবে? রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা, সুজন চক্রবর্তীর সক্রিয় ভূমিকা হয়তো এই জোটের রূপরেখা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

CPIM ISF naushad siddiqui Biman Basu