/indian-express-bangla/media/media_files/2025/10/17/nawshad-2025-10-17-15-02-24.jpg)
Biman Basu-Naushad Siddiqui: বিমান বসু ও নওশাদ সিদ্দিকী।
বিধানসভা ভোটের আগে নতুন করে রাজনৈতিক চর্চা তৈরি করল বামফ্রন্ট ও আইএসএফের সম্ভাব্য জোট প্রসঙ্গ। ক্রমশ জোরালো হচ্ছে গুঞ্জন — আসন্ন নির্বাচনে সিপিএমের সঙ্গে হাত মেলাতে পারে নওশাদ সিদ্দিকীর ISF?
নওশাদের দাবি, দুর্গাপূজার পর বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু নিজে তাঁর সঙ্গে এই বিষয়ে আলোচনার আশ্বাস দিয়েছিলেন। তবে এখনও পর্যন্ত বামফ্রন্টের তরফে আনুষ্ঠানিক কোনও জোটের বার্তা না আসায় কিছুটা অভিমানী ভাঙড়ের এই বিধায়ক।
আরও পড়ুন- Rajeev Kumar: ফের খবরের শিরোনামে রাজীব কুমার, চর্চায় সারদা কেলেঙ্কারি! কী জানাল সুপ্রিম কোর্ট?
এদিকে সম্প্রতি ভাঙড়ে গিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “তৃণমূল ও BJP-র বিরুদ্ধে লড়াই করতে সব বিরোধী শক্তিকে একত্রিত করাই আমাদের লক্ষ্য।” তিনি আরও জানান, কংগ্রেস তাদের সঙ্গে থাকবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কংগ্রেস নেতৃত্ব, তবে আইএসএফের সঙ্গে তারা জোট করতে আগ্রহী।
আরও পড়ুন- Kolkata News: রাজস্থানে খুন করে কলকাতায় আশ্রয়, রুদ্ধশ্বাস অভিযানে জালে ৩ দুষ্কৃতী, পলাতক ১
বিষয়টি নিয়ে একটি সংবাদমাধ্যমের প্রতিনিধি নওশাদ সিদ্দিক্কীকে প্রশ্ন করলে সোজা সাপ্টা জবাব দিয়েছেন তিনি। ISF বিধায়ক বলেছেন, “সুজন চক্রবর্তী যে বামফ্রন্টের জোটের অংশ, সেই বামফ্রন্টের চেয়ারম্যানকে আমি দু’বার চিঠি দিয়েছি জোটের পক্ষে। বিমান বাবুকে বললেই বিষয়টা তাড়াতাড়ি এগোবে।”
আরও পড়ুন-কালীপুজো ও দীপাবলিতে সবুজ বাজিতে ছাড়, পোড়ানোর সময় বেঁধে দিল কলকাতা পুলিশ
এদিকে, রাজ্য রাজনীতির অন্দরে এখন প্রশ্ন, বামফ্রন্ট ও আইএসএফের এই সম্ভাব্য সমঝোতা কি তৃণমূল ও বিজেপি বিরোধী ভোটকে নতুন রূপ দেবে? রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা, সুজন চক্রবর্তীর সক্রিয় ভূমিকা হয়তো এই জোটের রূপরেখা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।