WB SSC Scam: SSC-এর চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনের বিরুদ্ধে বলতে গিয়ে বেঁফাস মন্তব্য করে বসলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। শ্রীরামপুরের সাংসদের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারা।
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনের কড়া সমালোচনায় সরব হয়েছেন। সংবাদমাধ্যমে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, "হুলিগানদের জন্য স্তব্ধ হয়ে পড়েছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল।"
এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এহেন আক্রমণে বেজায় চটেছেন আন্দোলনকারী যোগ্য শিক্ষক-শিক্ষিকারা। শুক্রবার আন্দোলনকারীদের একজন বললেন, "আমরা স্বেচ্ছায় এখানে আসিনি। সুখের জীবন ছেড়ে হতদরিদ্রের মতো আজ রাস্তায় বসে আছি। উনি আমাদেরই হুলিগান বলছেন!" কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে আর এক চাকরিহারা শিক্ষক বলেন, "এত বছর ধরে আমরা ছাত্র-ছাত্রীদের পড়িয়েছি। ওঁর এমন মন্তব্যে ছাত্রছাত্রীদের কাছেই বা কী বার্তা পৌঁছোবে?"
আরও পড়ুন- Kolkata News Live Updates:বিরাট নির্দেশ হাইকোর্টের, FIR-এ নাম থাকা চাকরিহারা শিক্ষকদের নিয়ে কী বলল আদালত?
অন্যদিকে, আন্দোলন করতে গিয়ে বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর নামে FIR দায়ের হয়েছিল। তবে সেই FIR-এ নাম থাকাদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ পুলিশ করতে পারবে না। শুক্রবারই এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদেরও সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া এলাকায় অবস্থান-বিক্ষোভের পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- Abhishek Banerjee:অপারেশন সিঁদুরের গুরুত্ব বোঝাতে জাপানে ভারতীয় সাংসদরা, হঠাৎই কী দেখে মন খারাপ অভিষেকের?
শুক্রবার এই মামলার শুনানিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের জন্য প্রশাসনকেও বেশ কিছু পরামর্শ দিয়েছেন বিচারপতি। প্রয়োজনীয়তা অনুযায়ী সম্ভব হলে আন্দোলনস্থলে অস্থায়ী তাঁবু তৈরি থেকে শুরু করে বায়ো টয়লেট, পানীয় জলের ব্যবস্থা করারও পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনকে।