Indian MPs delegation-Japan visit: পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে অপারেশন সিঁদুর (Operation Sindoor) চালিয়েছে ভারত। পাক ভূখণ্ডে থাকা জঙ্গিদের পরপর ৯টি ঘাঁটি গুঁড়িয়ে তছনছ করে দিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী। অপারেশন সিঁদুর নিয়ে বিশ্বকে ওয়াকিবহাল করতে টোকিও-য় গিয়েছে ভারতের সাংসদদের একটি প্রতিনিধি দল। সেই দলেরই অন্যতম সদস্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাংসদদের এই দলটি বৈঠক করেছে টোকিও-য় ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জের সঙ্গে। সেই বৈঠকে ছিলেন জাপানের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি পরিষদের চেয়ারম্যানও।
পাকিস্তানের মদতে সে দেশের বিভিন্ন প্রান্তে কীভাবে জঙ্গি সংগঠনগুলি ভারত বিরোধী একের পর এক সন্ত্রাসমূলক কার্যক্রম চালাচ্ছে সে ব্যাপারে একাধিক তথ্য তুলে ধরেছেন সাংসদরা। অপারেশন সিঁদুর নিয়ে ভারতের অবস্থান ব্যাখ্যা করছেন দেশের সাংসদরা। অপারেশন সিঁদুর-এর প্রয়োজনীয়তা নিয়ে গোটা বিশ্বকে বোঝাতে এই মুহূর্তে সাংসদদের একাধিক দল বিশ্বের বিভিন্ন প্রান্তে সফর করছে। এমনই একটি দলে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জাপানের টোকিও-য় গিয়েছেন অভিষেকরা। সেখানে বাংলার বীর বিপ্লবী রাসবিহারী বসু থেকে শুরু করে প্রয়াত বাঙালি বিচারপতি রাধা বিনোদ পালের স্মৃতিসৌধ ঘুরে দেখেছেন অভিষেক। এই সব স্মৃতিসৌধগুলির উপযুক্ত রক্ষণাবেক্ষণের দাবি তুলেছেন তৃণমূল সাংসদ।
আরও পড়ুন- Kolkata News Live Updates:বিরাট বিপাকে মদন মিত্ররা, কড়া পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট
এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "বাংলার এই মহান পুত্রকে শ্রদ্ধা জানাতে এবং পুষ্পস্তবক অর্পণ করার সময় আমার মনে গভীর গর্ব অনুভূত হয়। ভারত তাঁর অদম্য চেতনা এবং আমাদের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য চির কৃতজ্ঞ। তাঁর স্মৃতিস্তম্ভটি এত অবহেলিত এবং জরাজীর্ণ অবস্থায় দেখে মন খারাপ হয়েছিল।"
আরও পড়ুন- Purba Bardhaman News: জমি নেই, জীবনে চাষই করেননি, তাও পেয়েছেন কৃষি বিমার ক্ষতিপূরণ, তোলপাড় বর্ধমানে
তিনি আরও লিখেছেন, "আমি আমাদের রাষ্ট্রদূত @AmbSibiGeorge এবং @IndianEmbTokyo কে অনুরোধ করেছি যেন তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে কথা বলেন এবং নিশ্চিত করেন যে এই অসাধারণ বীর তাঁর প্রকৃত প্রাপ্য সম্মান পান।"