Kolkata News Highlights:দীর্ঘ টানাপোড়েন শেষে ঘরে ফিরলেন পূর্ণম, বীরের সম্মানে জওয়ানকে বরণ

West Bengal News Highlights: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিল্প-সাহিত্য, সাংস্কৃতিক জগতের গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

West Bengal News Highlights: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিল্প-সাহিত্য, সাংস্কৃতিক জগতের গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
West bengal news today, latest bengali news, purnam sau, hooghly news, bsf jawan purnam shau, বিএসএফ জওয়ান পূর্ণম সাউ

News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Kolkata News Highlights:মুহুর্মুহু জয় হিন্দ ধ্বনি, ফুলের মালা আর জাতীয় পতাকা দিয়ে হাওড়া স্টেশনে BSF জওয়ান পূর্ণম সাউকে অভ্যর্থনা জানানো হয়। ভিড়ের চাপে পূর্ণমকে স্টেশন থেকে বের করতে হিমশিম খেতে হয় পুলিশকে। আবেগ আপ্লূত পূর্ণম সাংবাদিকদের বলেন, ‘আপনাদের প্রার্থনার জন্য আমি নিজের দেশে ফিরে আসতে পেরেছি।’ ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দিন, ২৩ এপ্রিল, পঞ্জাব সীমান্তে ডিউটিতে থাকাকালীন পাকিস্তান রেঞ্জার্সের হাতে বন্দি হন পূর্ণম। অনেক কূটনৈতিক টানাপোড়েন শেষে ২১ দিন পর ওয়াঘা বর্ডার দিয়ে ১৪ মে ভারতের হাতে পূর্ণমকে তুলে দেয় পাকিস্তান।

Advertisment

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস পদত্যাগ করছেন না। শুক্রবার ইউনূসের ডাক টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারি ফয়েজ আহমেদ তৈয়ব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানিয়েছেন, বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম 'প্রথম আলো'য় প্রকাশিত প্রতিবেদনে এমনই খবর প্রকাশিত হয়েছে। ফয়েজ আহমেদ ফেসবুক পোস্টে লিখেছেন, "প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। অধ্যাপক ডক্টর মহম্মদ ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই। কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনূস স্যারের দরকার আছে।" এর আগে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেছিলেন, "অধ্যাপক মহম্মদ ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবনা চিন্তা করছেন।"

FIR-এ নাম থাকা চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ পুলিশ করতে পারবে না। শুক্রবারই এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদেরও সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া এলাকায় অবস্থান-বিক্ষোভের পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার এই মামলার শুনানিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের জন্য প্রশাসনকেও বেশ কিছু পরামর্শ দিয়েছেন বিচারপতি। প্রয়োজনীয়তা অনুযায়ী সম্ভব হলে আন্দোলনস্থলে অস্থায়ী তাঁবু তৈরি থেকে শুরু করে বায়ো টয়লেট, পানীয় জলের ব্যবস্থা করারও পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনকে।

  • May 23, 2025 15:09 IST

    West Bengal News Live:রুল জারি হাইকোর্টের

    মদন মিত্র সহ কয়েকজনের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট। জানা গিয়েছে, কলকাতা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের বিপুল পরিমাণ টাকা এখনও মেটানো হয়নি। এই বিষয়টি নিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার পরিপ্রেক্ষিতে তৃণমূল বিধায়ক তথা CSTC-এর এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টের চেয়ারম্যান মদন মিত্র সহ আরও কয়েকজনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্টের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। আগামী ৪ জুলাই হাইকোর্টে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে মদন মিত্র-সহ রাজ্যের অর্থসচিব ও আরও কয়েকজনকে। কী কারণে অবসরপ্রাপ্ত কর্মচারীদের ন্যায্য বকেয়া মেটানো হয়নি তা জানতে চায় আদালত।



  • May 23, 2025 13:44 IST

    West Bengal News Live:পদত্যাগের ভাবনা ইউনূসের

    বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস বেশ ক্ষুব্ধ। বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম 'প্রথম আলো'য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে অন্য উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছেন ইউনূস। সেই আলোচনাতেই দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে নাহিদ সংবাদ সংস্থা বিবিসি বাংলাকে বলেছেন, "অধ্যাপক মহম্মদ ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবনা চিন্তা করছেন।"



  • Advertisment
  • May 23, 2025 12:11 IST

    West Bengal News Live:কাশ্মীরে তৃণমূল প্রতিনিধি দল

    পাকিস্তানের গোলা বর্ষণে ব্যাপক ক্ষতিগ্রস্ত কাশ্মীর সীমান্তের একাধিক অঞ্চল। আজ তৃণমূলের সাংসদ-মন্ত্রীদের নিয়ে ৫ জনের একটি প্রতিনিধি জেলা হাসপাতাল রাজৌরি এবং সরকারি মেডিকেল কলেজে গিয়েছিলেন। সেখানে আহত ব্যক্তিদের সঙ্গে তাঁরা দেখা করেছেন ও কথা বলেছেন। তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা।



  • May 23, 2025 12:05 IST

    West Bengal News Live:পর্যটক শূন্য পহেলগাঁও!

    পহেলগাঁও জঙ্গি হামলার এক মাস পার! ভারত অপারেশন সিন্দুরের অধীনে জঙ্গিদের কাপুরুষোচিত হামলার উপযুক্ত জবাব দিয়েছে। কিন্তু এখন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জম্মু ও কাশ্মীরে পর্যটনকে আবারও উৎসাহিত করা,আবারও পর্যটকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা। এর সাথে সাথে, পহেলগাওঁয়ের স্থানীয় মানুষ, সেখানকার দোকানদার, স্থানীয় ব্যবসায়ীরাও অনেক আস্থা হারিয়ে ফেলেছেন, তারা সম্পূর্ণ ভেঙে পড়েছেন, তারা বুঝতে পারছেন না কীভাবে আবার পর্যটন ফিরবে সেখানে।  কবে চাঙ্গা হবে অর্থনীতি। 

    বিস্তারিত পড়ুন- Month After Pahalgam Attack: পর্যটক শূন্য পহেলগাঁও! ভয়ঙ্কর সেই বিকেল ভেঙে দিয়েছে অর্থনীতি! মোদী সরকারেই আস্থা স্থানীয়দের



  • May 23, 2025 12:04 IST

    West Bengal News Live:একরত্তি অশ্মিকার জন্য বাবার লড়াইকে কুর্নিশ

    এ যেন যুদ্ধজয়! অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর সুস্থ হওয়ার পথে রানাঘাটের 'ছোট্ট অশ্মিকা'। গোটা বাংলার মানুষের আর্শীবাদ আর শুভকামনা প্রথম থেকেই সঙ্গে ছিল একরত্তি শিশু কন্যার সঙ্গে। অবশেষে জোগাড় হল ১৬ কোটির ইঞ্জেকশনের প্রথম কিস্তির ৯ কোটি টাকা। জন্মের পর থেকেই স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (SMA) টাইপ ওয়ান বিরল রোগে আক্রান্ত অশ্মিকা। তিনমাস যখন বয়স তখন থেকেই অশ্মিকাকে সুস্থ করে তোলার লড়াই শুরু হয়। কঠিন হলেও লড়াইয়ে হাল ছাড়েন নি বাবা শুভঙ্কর দাস। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুরু হয় মেয়েকে সুস্থ করে তোলার লড়াই। 

    বিস্তারিত পড়ুন- Ashmika Das Ranaghat: রানাঘাটের 'রাজকন্যা'র লড়াই কাহিনী চোখে জল আনবে, একরত্তি অশ্মিকার জন্য বাবার লড়াইকে কুর্নিশ



  • May 23, 2025 12:02 IST

    West Bengal News Live:মন খারাপ অভিষেকের

    পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে অপারেশন সিঁদুর (Operation Sindoor) চালিয়েছে ভারত। পাক ভূখণ্ডে থাকা জঙ্গিদের পরপর ৯টি ঘাঁটি গুঁড়িয়ে তছনছ করে দিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী। অপারেশন সিঁদুর নিয়ে বিশ্বকে ওয়াকিবহাল করতে টোকিও-য় গিয়েছে ভারতের সাংসদদের একটি প্রতিনিধি দল। সেই দলেরই অন্যতম সদস্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাংসদদের এই দলটি বৈঠক করেছে টোকিও-য় ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জের সঙ্গে। সেই বৈঠকে ছিলেন জাপানের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি পরিষদের চেয়ারম্যানও।

    বিস্তারিত পড়ুন- Abhishek Banerjee:অপারেশন সিঁদুরের গুরুত্ব বোঝাতে জাপানে ভারতীয় সাংসদরা, হঠাৎই কী দেখে মন খারাপ অভিষেকের?



  • May 23, 2025 11:17 IST

    West Bengal News Live:মোদীর সভার ব্যস্ততা তুঙ্গে

    রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলায় জোড়া কর্মসূচিতে যোগ দেবেন নমো। প্রশাসনিক সভায় যোগ দেওয়ার পাশাপাশি আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড ময়দানে প্রকাশ্য জনসভাও করবেন প্রধানমন্ত্রী। মোদীর এই সফর ঘিরে আলিপুরদুয়ারে প্রশাসনিক ব্যস্ততাও তুঙ্গে। ইতিমধ্যেই দফায় দফায় সভাস্থল ঘুরে দেখেছেন BJP নেতারা। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বঙ্গ সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী প্রশাসনিক সভা থেকে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের জন্য বিভিন্ন প্রকল্পের সূচনাও করতে পারেন।



  • May 23, 2025 10:41 IST

    West Bengal News Live:বাংলায় আরও এক বিরাট দুর্নীতির পর্দাফাঁস!

    কৃষি বিমাতেও এবার দুর্নীতির থাবা। যাঁদের এক ছটাকও জমি নেই, যাঁরা চাষই করেন না, তাঁরাও নাকি পেয়ে গিয়েছেন রবি মরশুমের শস্য চাষের কৃষি বিমার ক্ষতিপূরণ। অথচ রবি মরশুমের শস্য চাষের প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাওয়া থেকে বঞ্চিতই রয়ে গিয়েছেন। বিষয়টি নিয়ে বেজায় ক্ষুব্ধ পূর্ব বর্ধমানের রায়না ১ ব্লকের অধীন পলাশন গ্রাম পঞ্চায়েতের শাকনাড়া গ্রামের চাষিরা। 

    বিস্তারিত পড়ুন- Purba Bardhaman News: জমি নেই, জীবনে চাষই করেননি, তাও পেয়ছেন কৃষি বিমার ক্ষতিপূরণ, তোলপাড় বর্ধমানে



  • May 23, 2025 10:11 IST

    West Bengal News Live:সেনাকর্মীর পরিবারের ওপর বর্বরোচিত হামলা

    জমি নিয়ে বিবাদের জেরে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদ জেলার কান্দি। বিবাদের জেরে বেধড়ক মারধর করা হল এক সেনাকর্মীর পরিবারের সদস্যদের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কান্দির ঘোসবাসপুর এলাকায়। ধারালো অস্ত্রের কোপে জখম হয়েছেন ওই পরিবারের ৩ সদস্য। 

    বিস্তারিত পড়ুন- Murshidabad News: সেনাকর্মীর পরিবারের ওপর বর্বরোচিত হামলা, উঠল পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ



  • May 23, 2025 09:27 IST

    West Bengal News Live: বঙ্গোপসাগরে দানা বাঁধছে নিম্নচাপ

    বঙ্গোপসাগরে দানা বাঁধছে নিম্নচাপ। তারই জেরে রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে আগামী দিন কয়েক কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? এই সব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Update today:বঙ্গোপসাগরে দানা বাঁধছে নিম্নচাপ, ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু কবে থেকে?



Bangladesh Crisis Muhammad Yunus news of west bengal news in west bengal