/indian-express-bangla/media/media_files/2025/07/25/kalyan-2025-07-25-15-52-16.jpg)
Kalyan Banerjee: তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
Azad Kashmir remark controversy:সংসদে 'অপারেশন সিঁদুর' নিয়ে আলোচনা সভায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলে বসেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাক অধিকৃত কাশ্মীর নিয়ে এই মন্তব্যের তুমুল প্রতিবাদে সোচ্চার হয়েছে কেন্দ্রের শাসকদল BJP।
গতকাল লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে বিস্তারিত আলোচনার সময় বক্তৃতা করতে গিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "৭ মে থেকে ১০ মে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জইশ-এ মহম্মদ এবং লস্কর-এ-তইবার সন্ত্রাসবাদ পরিকাঠামোয়...ওই অঞ্চলগুলিকে ধ্বংস করার জন্য ভারতবর্ষের তরফে অপারেশন সিঁদুরের নামে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল তাতে শহিদ হওয়া সমস্ত BSF,CISF এবং সব সৈনিক যারা এর সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে অনেক সম্মান এবং প্রণাম জানাই।"
এই বক্তব্যের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তুমুল কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন কল্যাণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জড়িয়ে মোদীকে কটাক্ষ করেছেন কল্যাণ। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেছেন, "আমেরিকার প্রেসিডেন্টকে দেখলে আপনার কি হয় বলুন তো! আমেরিকার প্রেসিডেন্টকে দেখলে আপনার উচ্চতা ৫ ফুট হয়ে যায়! বুকের ছাতিটা তখন ৫৬ ইঞ্চি থেকে ৩৬ ইঞ্চি হয়ে যায়। আপনি এত ভয় পান কেন?"
এদিকে, পাক অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলার বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা করেছে বিজেপি। গেরুয়া দলের আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "অপারেশন সিঁদুরে পরাস্ত হওয়ার পর পাকিস্তান তৃণমূলের মতো এক অদ্ভুত বন্ধু পেয়েছে। দেশের সংসদে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন এককথায় তা অকল্পনীয়!"
আরও পড়ুন- Fraud in post office:পোস্ট অফিসেই বড়সড় প্রতারণার পর্দাফাঁস! CID-র জালে পোস্টাল এজেন্ট