Kalyan Banerjee: পাক অধিকৃত কাশ্মীরকে 'আজাদ কাশ্মীর' বলে উল্লেখ কল্যাণের, সমালোচনায় সরব BJP

Azad Kashmir remark controversy: ভরা সংসদে পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে এমন মন্তব্য করায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রবল সমালোচনায় সরব হয়েছে কেন্দ্রের শাসকদল বিজেপি।

Azad Kashmir remark controversy: ভরা সংসদে পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে এমন মন্তব্য করায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রবল সমালোচনায় সরব হয়েছে কেন্দ্রের শাসকদল বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
Subhra Ghosh judge Calcutta High Court Kalyan Banerjee July 2025  ,Justice Suvra Ghosh annoyed Kalyan Banerjee HC remarks,  Calcutta High Court bench reaction to Kalyan Banerjee comment,  Kalyan Banerjee contempt hearing judge Suvra Ghosh remark,শুভ্রা ঘোষ হাইকোর্ট বিচারপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় রিঅ্যাকশন,  কলকাতা হাইকোর্ট শুভ্রা ঘোষ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য,  বিচারপতি ঘোষ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচার নিষেধাজ্ঞা মন্তব্য ২৫ জুলাই,  কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর হাইকোর্ট অবহেলা শুভ্রা ঘোষ

Kalyan Banerjee: তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Azad Kashmir remark controversy:সংসদে 'অপারেশন সিঁদুর' নিয়ে আলোচনা সভায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলে বসেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাক অধিকৃত কাশ্মীর নিয়ে এই মন্তব্যের তুমুল প্রতিবাদে সোচ্চার হয়েছে কেন্দ্রের শাসকদল BJP।

Advertisment

গতকাল লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে বিস্তারিত আলোচনার সময় বক্তৃতা করতে গিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "৭ মে থেকে ১০ মে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জইশ-এ মহম্মদ এবং লস্কর-এ-তইবার সন্ত্রাসবাদ পরিকাঠামোয়...ওই অঞ্চলগুলিকে ধ্বংস করার জন্য ভারতবর্ষের তরফে অপারেশন সিঁদুরের নামে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল তাতে শহিদ হওয়া সমস্ত BSF,CISF এবং সব সৈনিক যারা এর সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে অনেক সম্মান এবং প্রণাম জানাই।"

এই বক্তব্যের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তুমুল কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন কল্যাণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জড়িয়ে মোদীকে কটাক্ষ করেছেন কল্যাণ। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেছেন, "আমেরিকার প্রেসিডেন্টকে দেখলে আপনার কি হয় বলুন তো! আমেরিকার প্রেসিডেন্টকে দেখলে আপনার উচ্চতা ৫ ফুট হয়ে যায়! বুকের ছাতিটা তখন ৫৬ ইঞ্চি থেকে ৩৬ ইঞ্চি হয়ে যায়। আপনি এত ভয় পান কেন?"

Advertisment

আরও পড়ুন- Sayani Ghosh:'দিদি বাংলাদেশিদের ঢোকাচ্ছেন বলে অভিযোগ তোলেন, বর্ডার দিয়ে জঙ্গি ঢোকাচ্ছেন কেন?' কেন্দ্রকে তোপ সায়নীর

এদিকে, পাক অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলার বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা করেছে বিজেপি। গেরুয়া দলের আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "অপারেশন সিঁদুরে পরাস্ত হওয়ার পর পাকিস্তান তৃণমূলের মতো এক অদ্ভুত বন্ধু পেয়েছে। দেশের সংসদে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন এককথায় তা অকল্পনীয়!"

আরও পড়ুন- Fraud in post office:পোস্ট অফিসেই বড়সড় প্রতারণার পর্দাফাঁস! CID-র জালে পোস্টাল এজেন্ট

PoK Kalyan Banerjee OPERATION SINDOOR