Sayani Ghosh:'দিদি বাংলাদেশিদের ঢোকাচ্ছেন বলে অভিযোগ তোলেন, বর্ডার দিয়ে জঙ্গি ঢোকাচ্ছেন কেন?' কেন্দ্রকে তোপ সায়নীর

Bangladeshi entry allegation Mamata: ভরা সংসদে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ঢাল' হয়ে দাঁড়িয়ে আর কী কী বললেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ।

Bangladeshi entry allegation Mamata: ভরা সংসদে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ঢাল' হয়ে দাঁড়িয়ে আর কী কী বললেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata accused of allowing Bangladeshis  ,Bangladeshi infiltration via border  ,Sayani Ghosh attacks Centre  ,Sayani Ghosh on border issue,  TMC vs BJP on infiltration , Bangladeshi entry allegation Mamata,  Political row over infiltration  ,Centre blamed for border lapses  ,TMC leader Sayani on Bangladeshis,  Infiltration politics Bengal,মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের ঢোকাচ্ছেন অভিযোগ  ,সীমান্ত দিয়ে অনুপ্রবেশ,  বাংলাদেশি অনুপ্রবেশ বিতর্ক  ,কেন্দ্রকে আক্রমণ সায়নী ঘোষ  ,সায়নী ঘোষের প্রতিক্রিয়া  ,রাজনৈতিক তরজা তৃণমূল বনাম বিজেপি,  বাংলাদেশি ইস্যুতে রাজনীতি,  সীমান্ত নিরাপত্তা প্রশ্নে বিতর্ক,  কেন্দ্র বনাম রাজ্য সংঘাত,  তৃণমূলের অবস্থান অনুপ্রবেশ নিয়ে

Sayani Ghosh: তৃণমূল সাংসদ সায়নী ঘোষ।

TMC Mp Sayani on Bangladeshis:এবার লোকসভায় বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কসভায় অংশ নিয়ে আরও একবার কেন্দ্রের বঙ্গ-বঞ্চনা নিয়ে সরব সায়নী। পশ্চিমবঙ্গে বাংলাদেশী অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রের আক্রমণেরও কড়া জবাব দিয়েছেন সায়নী। মোদী সরকারকে আক্রমণ শানিয়ে সায়নী বলেছেন, "আপনারা তো প্রায় অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্ত দিয়ে বাংলাদেশিদের ঢোকাচ্ছেন, তাহলে আপনারা কেন পহেলগাঁও দিয়ে জঙ্গি ঢোকালেন?"

Advertisment

পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে প্রায়শই সোচ্চার হতে দেখা যায় কেন্দ্রের শাসক দল BJP-কে। বিভিন্ন সময়ে রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির নেতারা বাংলায় বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তোলেন। মঙ্গলবার সংসদে কেন্দ্রের সেই কটাক্ষের কড়া জবাব দিয়েছেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ।

অপারেশন সিঁদুর নিয়ে বিতর্ক সভায় অংশ নিয়ে গতকাল সায়নী ঘোষ বলেছেন, "আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতীয়তাবাদী হিসেবে পরিচয় দিয়ে দেশের জন্য নিবেদিত প্রাণ হতে বিদেশে অপারেশন সিঁদুরের জয় গান গেয়েছেন। এরপরেও দিনের পর দিন বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। বাংলাকে অপমান করে বাংলা ভাষাকেও অসম্মান করছে।"

Advertisment

আরও পড়ুন- Fraud in post office:পোস্ট অফিসেই বড়সড় প্রতারণার পর্দাফাঁস! CID-র জালে পোস্টাল এজেন্ট

এরই পাশাপাশি জম্মু-কাশ্মীরে পর্যটকদের নিরাপত্তা নিয়েও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন সায়নী ঘোষ। পহেলগাঁওয়ে পর্যটকদের নিরাপত্তায় কেন পর্যাপ্ত ব্যবস্থা করা যায়নি সেই প্রশ্ন তুলেও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ।

আরও পড়ুন- West Bengal live news Live Updates: সংসদের বাদল অধিবেশনের অষ্টম দিনে, অপারেশন সিঁদুর রাজ্যসভা উত্তাল হওয়ার সম্ভাবনা

Sayani Ghosh Bengali News Today CM Mamata banerjee