TMC Mp Sayani on Bangladeshis:এবার লোকসভায় বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কসভায় অংশ নিয়ে আরও একবার কেন্দ্রের বঙ্গ-বঞ্চনা নিয়ে সরব সায়নী। পশ্চিমবঙ্গে বাংলাদেশী অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রের আক্রমণেরও কড়া জবাব দিয়েছেন সায়নী। মোদী সরকারকে আক্রমণ শানিয়ে সায়নী বলেছেন, "আপনারা তো প্রায় অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্ত দিয়ে বাংলাদেশিদের ঢোকাচ্ছেন, তাহলে আপনারা কেন পহেলগাঁও দিয়ে জঙ্গি ঢোকালেন?"
পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে প্রায়শই সোচ্চার হতে দেখা যায় কেন্দ্রের শাসক দল BJP-কে। বিভিন্ন সময়ে রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির নেতারা বাংলায় বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তোলেন। মঙ্গলবার সংসদে কেন্দ্রের সেই কটাক্ষের কড়া জবাব দিয়েছেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ।
অপারেশন সিঁদুর নিয়ে বিতর্ক সভায় অংশ নিয়ে গতকাল সায়নী ঘোষ বলেছেন, "আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতীয়তাবাদী হিসেবে পরিচয় দিয়ে দেশের জন্য নিবেদিত প্রাণ হতে বিদেশে অপারেশন সিঁদুরের জয় গান গেয়েছেন। এরপরেও দিনের পর দিন বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। বাংলাকে অপমান করে বাংলা ভাষাকেও অসম্মান করছে।"
আরও পড়ুন- Fraud in post office:পোস্ট অফিসেই বড়সড় প্রতারণার পর্দাফাঁস! CID-র জালে পোস্টাল এজেন্ট
এরই পাশাপাশি জম্মু-কাশ্মীরে পর্যটকদের নিরাপত্তা নিয়েও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন সায়নী ঘোষ। পহেলগাঁওয়ে পর্যটকদের নিরাপত্তায় কেন পর্যাপ্ত ব্যবস্থা করা যায়নি সেই প্রশ্ন তুলেও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ।
আরও পড়ুন- West Bengal live news Live Updates: সংসদের বাদল অধিবেশনের অষ্টম দিনে, অপারেশন সিঁদুর রাজ্যসভা উত্তাল হওয়ার সম্ভাবনা