Dilip Ghosh:'আমি খুব খুশি, মানুষটা ভালো', দিলীপের বিয়েতে শুভেচ্ছা জানিয়েও এটা কী বললেন কল্যাণ?

Dilip Ghosh Wedding: বৃহস্পতিবার থেকেই খবরটা চাউর হয়েছিল। তারপর থেকেই দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানানোর হিড়িক পড়ে যায়।

Dilip Ghosh Wedding: বৃহস্পতিবার থেকেই খবরটা চাউর হয়েছিল। তারপর থেকেই দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানানোর হিড়িক পড়ে যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Kalyan Banerjee congratulates Dilip Ghosh on his wedding,দিলীপ ঘোষের বিয়ে

Dilip Ghosh Wedding: দিলীপ ঘোষের নিউটাউনের বাড়িতে তাঁর মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

Dilip Ghosh Wedding: আজই বিয়ের পিঁড়িতে প্রাক্তন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ৬১ বছর বয়সে আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন ডাকাবুকো বিজেপি নেতা। প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিয়েতে শুভেচ্ছা জানালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে সেই শুভেচ্ছার মধ্যেও রইল কটাক্ষের সুর।

Advertisment

দিলীপ ঘোষের বিয়ে নিয়ে সংবাদমাধ্যমে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "সত্যি বিয়ে করছে? আমি খুব খুশি। মানুষটা ভালো, খারাপ নয়। খাওয়া-দাওয়ার অসুবিধা হচ্ছে তো...সেগুলো এখন ঠিক হয়ে যাবে। এই যে প্রতিদিন সকালবেলা উঠে পেশি দেখাতে হতো বাইরে... যে ওর শক্তি কত... সেটা এখন আর বাইরে দেখাতে হবে না। ঘরেই দেখাবে।"

একেবারে চেনা বৃত্তের বাইরের কাউকে বিয়ে করছেন না দিলীপ ঘোষ। পাত্রী রিঙ্কু মজুমদার (Rinku Majumdar) তাঁর পরিচিতই। রিঙ্কু নিজেও একজন BJP নেত্রী। তিনি বিবাহ বিচ্ছিন্না, তাঁর একটি ২৫ বছরের পুত্র সন্তান রয়েছে। শোনা যায়, দিলীপ ঘোষের হাত ধরেই রিঙ্কুও বিজেপিতে এসেছেন। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, প্রথমে দিলীপ ঘোষকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনিই। এর আগে গত লোকসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন দিলীপ।

Dilip Ghosh Wedding: দিলীপ ঘোষের বিয়ে
Dilip Ghosh Wedding: দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানাতে তাঁর বাড়িতে হাজির বিজেপি নেতারা।
Advertisment

 

আরও পড়ুন- Dilip Ghosh: বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ! ফুল-মিষ্টি-ধুতি উপহার সুকান্তর

সেই হারে মানসিকভাবে ওখানে একটা ভেঙে পড়েছিলেন তিনি। শোনা যায় সেই সময় দিলীপ ঘোষের পাশে ছিলেন এই রিঙ্কু। তাকে সাহস যুগিয়েছেন। লড়াই করার অনুপ্রেরণা জুগিয়েছেন। তবে বিয়ের প্রস্তাবে প্রথম থেকেই নাকি দিলীপ ঘোষ তেমন রাজি ছিলেন না। মায়ের জোরাজুরিতেই  নাকি বিয়ের পিঁড়িতে বসতে রাজি হয়ে গিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ।

Dilip Ghosh Wedding: দিলীপ ঘোষের বিয়ে, দিলীপ ঘোষকে বিয়ের ধুতি,মিষ্টি উপহার সুকান্ত মজুমদারের
Dilip Ghosh Wedding: দিলীপ ঘোষকে ফুল-মিষ্টি ও ধুতি উপহার সুকান্ত মজুমদারের।

 

আরও পড়ুন- West Bengal News Live:'বাংলাদেশ সীমান্ত এলাকার হিন্দুদের অস্ত্র রাখার অনুমতি দেওয়া হোক', বিস্ফোরক দাবি শুভেন্দুর

wedding Kalyan Banerjee Sukanta Majumder dilip ghosh